Adds

Basic Computer Knowledge in Bangla | কম্পিউটার শিখার সহজ উপায় | Computer Basic Fundamentals | Part One | প্রথম পর্ব

 কম্পিউটার কি ধরণের যন্ত্রঃ
কম্পিউটার হচ্ছে বিজ্ঞানীদের যুগের পর যুগ ধরে অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে একগুচ্ছ ইলেকট্রিক যন্ত্রের সমাহার; যা বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে যৌক্তিক কার‌্যাবলী সম্পাদন করে এবং ব্যবহারকারীর প্রয়োগকৃত কমান্ডের সাহায্যে উদ্ভুত সমস্যার সমাধান করে থাকে।

Basic Computer Knowledge in Bangla | কম্পিউটার শিখার সহজ উপায় | Computer Basic Fundamentals | Part One | প্রথম পর্ব
Basic Computer Knowledge in Bangla | কম্পিউটার শিখার সহজ উপায় | Computer Basic Fundamentals | Part One | প্রথম পর্ব | BongoCyber Blog
 

  কম্পিউটারের ব্যবহারঃ
এ যন্ত্রটির দ্বারা গাণিতিক ফাংশন সহ প্রয়োজনীয় ফাইল/ডকুমেন্ট তৈরী, সংরক্ষণ, প্রিন্টিং (ছাপাখানার কাজ), মহাশূন্য গবেষণা/গবেষণাগার, শিক্ষা/শিক্ষা প্রতিষ্ঠান, অফিস/আদালত, পরীক্ষাগার, বিশ্বযোগাযোগ সহ মানুষ জীবণের দৈনন্দীন কাজে কম্পিউটার ব্যবহার হয়ে থাকে।

  কম্পিউটারের প্রকারভেদঃ
     গঠন ও কার্যাবলী অনুসারে কম্পিউটার তিন প্রকার-
১। ডিজিটাল কম্পিউটার (Digit বা সংখ্যা দ্বারা যার্কাবলী সম্পাদন করে)।
২। এনালগ কম্পিউটার (বৈদ্যুতিক তরঙ্গকে ইনপুট হিসাবে কার্যাবলী সম্পাদন করে)।
৩। হাইব্রিড কম্পিউটার (ডিজিটাল ও হাইব্রিড এর সমন্বয়ক)।

আকৃতিগত দিক থেকে কম্পিউটার চার প্রকারঃ
১। সুপার কম্পিউটার (আকারে বড় ও সব চেয়ে বেশী দ্রুত গাণিতিক কার্যাবলী সম্পাদন করে)।
২। মেইনফ্রেইম কম্পিউটার (আকারে ছোট, গবেষণা, শিক্ষা ইত্যাদি কাজে ব্যবহৃত)।
৩। মিনি কম্পিউটার (মেইনফ্রেইম কম্পিউটারের চেয়ে ছোট ও কম ধারণা ক্ষমতা সম্পন্ন)।
৪। মাইক্রো কম্পিউটার (বর্তমান ব্যবহৃত কম্পিউটার পি,সি কম্পিউটার)।

  কম্পিউটারের জনক-
প্রাথমিক ভাবে চার্লস ব্যবেজকে কম্পিউটার জনক বলা হয়। তিনি ইংলান্ডের অধিবাসী এবং একজন ধনী ব্যাংক ব্যবাসয়ীর সন্তান।

  কম্পিউটারের বিভিন্ন অংশ-
সুুনির্দিষ্ট নিয়মে কম্পিউটারের বিভিন্ন অংশকে পারস্পরিক সংযোগ দ্বারা সংযুক্ত করে কম্পিউটার পরিচালনার পদ্ধতিকে কম্পিউটার সংগঠন বলে। সঙ্গঁত কারণেই হার্ডওয়্যারের বিভিন্ন যন্ত্রাংশের সংযোজনের প্রক্রিয়াকে কম্পিউটার সংগঠন হিসেবে অভিবিত করা হয়। কম্পিউটার সংগঠনের বিভিন্ন ডিভাইসসমুহের বর্ণনা নিম্নে উদ্ধৃত হলোঃ
১। গ্রহণমুখ যন্ত্রাংশ (Input Device)
২। প্রক্রিয়াকরণ অংশ (Processing Unit)
৩। নির্গমনমুখ যন্ত্রাংশ (Output Device)
     উল্লেখ্য যে, উল্লেখিত তিনটি অংশের সাথে মানুষের কান,  জ্ঞান/বুদ্ধি/মাথা, মুখ।


  অংশগুলির সংক্ষিপ্ত বিরণঃ

১। গ্রহণমুখ যন্ত্রাংশ (Input Device) -
কম্পিউটারকে নির্দেশনা প্রদানের জন্যে যে সমস্ত যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বা গ্রহণমুখ যন্ত্রাংশ হিসাবে অভিহিত করা হয়। যেমন- কী-বোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি।

২। প্রক্রিয়াকরণ অংশ (Processing Unit) -
কম্পিউটারের যে যন্ত্র বা যন্ত্রাংশ নিজেকে নিয়ন্ত্রণ রাখে এবং গ্রহনমুখ যন্ত্রাংশের দ্বারা প্রদানকৃত তথ্যের উত্তর/ সমাধান তৈরী করে তাকে প্রক্রিয়াকরণ অংশ বলে। এই অংশকে সি,পি,ইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশও বলা হয়ে থাকে। সি,পি,ইউ এর বাহিরের অংশে Power On/On সুইচ, রিসেট বাটন, লাইট ও বিভিন্ন ডিভাইজ এর Port আছে এবং ভিতরের অংশে রয়েছে- হার্ড ডিক্স ড্রাইভ, বিভিন্ন স্লট,  মাদারবোর্ড, র‌্যাম, প্রসেসর ইত্যাদি।

৩। নির্গমমুখ যন্ত্রাংশ (Output Device-
কম্পিউটারের ইনপুট ডিভাইসের দ্বারা প্রদান করা তথ্য প্রক্রিয়াকরণ অংশের মাধ্যমে সমাধান হয়ে যে যন্ত্র বা যন্ত্রাংশ প্রদর্শন/ বের করা হয় তাকে নির্গমমুখ যন্ত্রাংশ বলা হয়। যেমন- মনিটর, প্রিন্টার ইত্যাদি। 


হ্যার্ডওয়্যার ঃ
কম্পিউটারের সমস্ত ইলেট্রোমেকানিক্যাল যন্ত্রসমূহই কম্পিউটার হার্ডওয়্যারের অন্তর্ভূক্ত। কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে মূলতঃ তিন ধরনের হার্ডওয়্যার ব্যবহৃত হয়ে থাকে। ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস এবং আউটপুট ডিভাইস।

সফ্টওয়্যার  ঃ
কম্পিউটারের যে সকল বস্তুকে চোখ দ্বারা দেখা যায়, কিন্তু হাত দ্বারা স্পর্শ করা যায় না সেগুলোকে সাধারণ অর্থে সফ্টওয়্যার হিসেবে অভিহিত করা হয়ে থাকে। কম্পিউটারে যে সমস্ত নিদের্শনা প্রয়োগ করা হয়, ধারাবাহিক ভাবে সে সমস্ত নির্দেশমালা কে প্রোগ্রাম বলে। এই সমস্ত সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারে প্রাণ প্রতিষ্ঠা করে। প্রোগ্রামার অর্থ্যাৎ যিনি প্রোগ্রাম তৈরি করেন, তিনি বিভিন্ন কাজের উপযোগী করে  যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি তৈরি করেন তা-ই সফ্টওয়্যার।

অপারেটিং সিস্টেম ঃ
অপারেটিং সিস্টেম কম্পিউটারের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে। ইংরেজী Operate শব্দটির আভিধানিক অর্থ পরিচালনা করা। অপরদিকে System এর আভিধানিক অর্থ পদ্ধতি। অথ্যাৎ অপারেটিং সিস্টেম বলতে কোন বস্তুকে পরিচালনার পদ্ধতি বুঝিয়ে থাকে। কম্পিউটারের ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে কম্পিউটার পরিচালনার পদ্ধতি বলে। যেমন- ডস, উইনন্ডোজ-৯৮/এক্সপি ইত্যাদি। এই পদ্ধতি ব্যতিত কম্পিউটার কোন কাজ করে না। কেননা এই পদ্ধতিটি কম্পিউটার সিস্টেমের সমস্ত অংশের নিয়ন্ত্রণ করে। এটি শুধু কম্পিউটারকেই কার্যোপযোগি করে না বরং কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বুপূর্ণ ভুমিকা পালন করে থাকে। সুতরাং একজন অপারেটর যদি ভাল অপারেটিং সিস্টেম না জানে সে ক্ষেত্রে কম্পিউটারের সমস্যা হতে পারে, এমনকি তাহার সামান্য ভুল অপারেটের জন্য সম্পুর্ণ কম্পিউটারটিই অকেজো হয়ে যেতে পারে।


➤   আমার শ্রদ্ধিয় পাঠক বৃন্দ, আমার লেখার ভিতরে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করবেন।
       আমি আমার নিজের ভাষায় আপনাদের বুঝানোর চেষ্টা করেছি।

➤   এইটি ছিলো সহজে কম্পিউটার শেখার ১ম পর্ব, ধাপে ধাপে সব শেষ করবো ইনশাহ্আল্লাহ।

➤    আপনার  যদি  কোন  প্রশ্ন  করার থাকে, তাহলে প্লিজ Comment Box  এ  Comment করতে ভুলবেন না !!!!   আর অাপনার যদি উপকারে আছে তাহলে দয়াকরে Like এবং Share করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন। যাতে তারাও কম্পিউটার সহজ ভাবে শিখতে পারে।

ধন্যবাদ সবাইকে....................... BongoCyber Blog

Basic Computer Knowledge in Bangla | কম্পিউটার শিখার সহজ উপায় | Computer Basic Fundamentals
Part Two | দ্বিতীয় পর্ব পেতে এখানে ক্লিক করুন-  Click Here


বাংলায় কম্পিউটার শিখার সহজ উপায় এর সকল পর্ব পেতে 
এখানে ক্লিক করুন-  Click Here


BongoCyber - Unique Mobile Blogger in Bangla. Technology Tutorials, Product Reviews, Islamic Motivational Speech are here so, Let's begin the show - visit our website and YouTube Channel.

Visit Our Website:  https://www.bongocyber.com
Follow Our Facebook Page: https://www.facebook.com/BongoCyber
Follow My Facebook Profile: https://www.facebook.com/khorshedraider
YouTube: https://www.youtube.com/@BongoCyber
For any Help: https://www.facebook.com/groups/1402219596595287/?ref=share
Business Mail: bongocyber@gmail.com

Post a Comment

0 Comments