Windows (উইনন্ডোজ) - এক্সপি - windows 7 - 8 - 10 চালু করণঃ কম্পিউটার চালু করার সাথে সাথেই উইন্ডোজের প্রাইমারী স্ক্রীন বা ষ্টার্টআপ স্ক্রীনটি মনিটরে প্রদর্শিত হবে। কম্পিউটার সচল করার মাধ্যমে উইন্ডোজ চালু করার প্রক্রিয়া নিম্নে আলোচিত হলোঃ
![]() |
BongoCyber Blog |
- * কম্পিউটারের সমস্ত বাহ্যিক সংযোগ সঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে।
- * কম্পিউটারের সাথে সংযুক্ত পাওয়ার বোর্ডের সুইচ অন (ON) করতে হবে।
- * সিপিইউ এবং মনিটরের সুইচ অন (ON) করতে হবে।
- * কিছুক্ষণ অপেক্ষার পর মনিটরের স্ক্রীনে Start
Mode প্রদর্শিত হলে তখন বুঝা যাবে উইন্ডোজ-৯৮/এক্সপি পদ্ধতি সচল আছে।
ফোল্ডার তৈরিঃ
কম্পিউটারে কাজ করতে গিয়ে অনেক ধরনের ফাইলে কাজ করার প্রয়োজন হয়। কোনটি বিদ্যুৎ বিল পরিশোধের, কোনটি অফিস কর্মচারীদের গোপনীয় রিপোর্ট সংক্রান্ত কোটটি আবার অফিস ফরমেট ইত্যাদি। প্রতিটি ফাইল এর আবার অনেকগুলো সাব-ফাইল/ফোল্ডার হতে পারে। সমস্ত ফাইল যদি একত্রে স্তুপীকৃত করে রাখা হয় তাহলে প্রয়োজনের সময় নির্ধারিত ফাইলটি খুঁজে পেতে অনেক সময় নষ্ট হয়। তাই ব্যবহারকারীর সুবিধার্থে উক্ত ফাইলগুলো ডিস্কের ভিন্ন ভিন্ন অংশে সংরক্ষণ করতে হবে। নতুনভাবে তৈরিকৃত ডিস্কের ভিন্ন ভিন্ন অংশকে সাব-ডিরেক্টরী বা ফোল্ডার বলা হয়।
Start বাটনে ক্লিক করে Program অপশনের সহায়তায় Windows Explorer প্রোগ্রামটি সচল করলে Exploring Dialog box wU নিম্নকৃতিতে প্রদর্শিত হবে।
Basic Computer Knowledge in Bangla _ Exploring Dialog box _ justiceteam.tk |
যে ডিরেক্টরী বা ফোল্ডারের আওতায় কোন সাব-ডিরেক্টরী বা সাব-ফোল্ডার তৈরি করব সেখানে কার্সরকে Fil মেনু থেকে New অপশন নির্বাচন করলে নিম্নাকৃতিতে প্রদর্শিত হবে।
প্রদর্শিত মেনু থেকে Folder কমান্ডে Click কর।
New Folder লেখাটিসহ নতুন ফোল্ডার তৈরির জন্য ফোল্ডারটি প্রদর্শিত হবে। উক্ত বক্সে নতুন ফোল্ডারের নাম টাইপ করে Enter press করতে হবে।
ফোল্ডার Move (স্থানান্তর) ঃ কোন ফাইল বা ফোন্ডারকে অন্য কোন মুল ফাইল বা ফোন্ডারে Move (স্থানান্তর) করতে চাইল নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারকে মাউস দ্বারা Select করে মাউসের বাম বোতাম দ্বারা চেপে ধরে প্রয়োজনীয় মুল ফাইল বা ফোল্ডারে গিয়ে মাউসের চাপ ছেড়ে দিতে হবে।
এটি আবার Edit মেনুর Cut, Paste Command ব্যবহার করেও স্থানান্তর করা যায়।
➤ আমার শ্রদ্ধিয় পাঠক বৃন্দ, আমার লেখার ভিতরে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করবেন।
আমি আমার নিজের ভাষায় আপনাদের বুঝানোর চেষ্টা করেছি।
➤ এইটি ছিলো সহজে কম্পিউটার শেখার ১ম পর্ব, ধাপে ধাপে সব শেষ করবো ইনশাহ্আল্লাহ।
➤ আপনার যদি কোন প্রশ্ন করার থাকে, তাহলে প্লিজ Comment Box এ Comment করতে ভুলবেন না !!!! আর অাপনার যদি উপকারে আছে তাহলে দয়াকরে Like এবং Share করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন। যাতে তারাও কম্পিউটার সহজ ভাবে শিখতে পারে।
ধন্যবাদ সবাইকে.......................
Basic Computer Knowledge in Bangla | কম্পিউটার শিখার সহজ উপায় | Computer Basic Fundamentals | Part- 2 | দ্বিতীয় পর্ব এখানে ক্লিক করুন- Click Here
বাংলায় কম্পিউটার শিখার সহজ উপায় এর সকল পর্ব পেতে
এখানে ক্লিক করুন- Click Here
BongoCyber - Unique Mobile Blogger in Bangla. Technology Tutorials, Product Reviews, Islamic Motivational Speech are here so, Let's begin the show - visit our website and YouTube Channel.
Visit Our Website: https://www.bongocyber.com
Follow Our Facebook Page: https://www.facebook.com/BongoCyber
Follow My Facebook Profile: https://www.facebook.com/khorshedraider
YouTube: https://www.youtube.com/@BongoCyber
For any Help: https://www.facebook.com/groups/1402219596595287/?ref=share
Business Mail: bongocyber@gmail.com
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.