সত্যি কারের ভালোবাসার এসএমএস, গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক মেসেজ। আজকের এই পাতায় আমরা প্রেমের কিছু মেসেজ শেয়ার করছি। আশা করি বাংলা প্রেমের এই এসএমএসগুলো আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন; আপনার সুন্দর মতামত আমাদের উৎসাহিত করবে আরও নতুন প্রেমের এসএমএস নিয়ে আসতে। এছাড়া, আমাদের সাইটের অন্যান্য পাতায়ও অনেক সুন্দর বাংলা এসএমএস পাবেন। পড়ে দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।
![]() |
প্রেমের রোমান্টিক এস এম এস | বাংলা এসএমএস | বাংলা সুন্দর সুন্দর এসএমএস | Love SMS | BongoCyber |
প্রেমের এসএমএস:
১.
যদি বৃষ্টি হোতাম, তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম,
চোখে জমা বিষাদটুকু এক নিমিষেই ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে।
২.
শীতের চাঁদর জড়িয়ে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটো বাড়িয়ে দাও,
শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন,
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
৩.
মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে,
ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে।
স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে,
আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে।
৪.
প্রেমের স্বার্থকতা মিলনে।
বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয়।
বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয়।
৫.
চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান।
তোরে যদি না পাই আমি, দিব আমার প্রাণ।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত।
কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত!
৬.
আমি প্রেম কি জানি না, আমি প্রেম কি বুঝি না,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কি জানি, হায় কোন আগুনে,
মরিবো আমি এই ফাগুনে।
প্রেমের মেসেজ:
৭.
আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে।
৮.
সুখে থাকো, দুঃখে থাকো,
খবর তো আর রাখো না।
এখন তো আমায় তুমি ভালোবাসো না,
যতো ভালোবাসা ছিল দিয়েছি তোমার জন্য।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে।
৯.
এক মুঠো স্বপ্ন দিলাম,
নিজের মত গড়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম,
যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম,
বেদনায় নীল হয়ে যেতে দিও;
এক ফোটা বৃষ্টি দিলাম,
মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রং দিলাম,
পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম,
দীর্ঘ নিশ্বাস নিও;
এক মুঠো রংধনু দিলাম,
মনটাকে রাঙিয়ে নিও।
রোমান্টিক এসএমএস:
১০.
একলা মন খোঁজে তোমায়,
আকাশের ওই নীলিমায়,
দেখা হবে জ্যোৎস্না রাতে,
দেবো গোলাপ তোমার হাতে।
সেই গোলাপে বাধবে বাসা,
তারই নাম ভালোবাসা।
১১.
একটা গল্প লিখবো স্মৃতির পাতায়,
একটা ছবি আঁকবো মনে খাতায়,
শুধু একটা প্রশ্ন করবো তোমায়,
উত্তর দিও এসএমএসের ভাষায়,
বন্ধু মনে পড়ে কি আমায়?
১২.
একটা ফুল তার অনেক পাপড়ি,
একটা মন তার অনেক যাত্রী,
একটা আকাশ তার অনেক মেঘ,
অনেক মানুষ নেয় ভেদাভেদ,
একটা মানুষ তার অনেক আশা,
মনের মাঝে আছে অনেক ভালোবাসা।
১৩.
তোমার জন্য বন্ধু আমি পাগল হয়ে থাকি,
নিশি দিন আমি বন্ধু তোমার ছবি আঁকি।
কোন কাজে মন বসে না তুমি দূরে গেলে,
সারাক্ষণ থাকো তুমি আমার মনের ঘরে,
বেঁচে থাকবো পৃথিবীতে আমি যত দিন,
তোমায় ভালোবাসবো বন্ধু আমি তত দিন।
আশা করি এই নতুন উপস্থাপনা আপনার পছন্দ হবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন নতুন নতুন আরো এসএমএস পাবেন।
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.