🌸 ডেইলি আমল চার্ট | প্রতিদিনের আমল তালিকা
🕊️ একটু ধৈর্য নিয়ে পড়ুন, শিখুন এবং আমল করুন — জীবন পাল্টে যাবে ইনশা’আল্লাহ!
🌅 ঘুম থেকে জেগে উঠার দোয়া
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা‘দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।
অনুবাদঃ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদের জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান।
📖 [সহিহ বুখারী: ৬৩১৪]
🚻 টয়লেটে প্রবেশের দোয়া
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল খাব্সি ওয়াল খাবা-ইস।
অনুবাদঃ হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর ও নারী জিন থেকে আশ্রয় চাই।
📖 [সহিহ বুখারী: ১৪২]
🚪 টয়লেট থেকে বের হওয়ার দোয়া
غُفْرَانَكَ
উচ্চারণঃ গুফরানাকা।
অনুবাদঃ হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি।
📖 [আবু দাউদ: ৩০]
💧 ওযুর পূর্বে দোয়া
بِسْمِ اللّٰهِ
উচ্চারণঃ বিসমিল্লাহ।
অনুবাদঃ আল্লাহর নামে।
📖 [আবু দাউদ: ১০১]
🕊️ ওযুর শেষে দোয়া
أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
উচ্চারণঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহু ওয়া রাসূলুহ।
অনুবাদঃ আমি সাক্ষ্য দিচ্ছি — আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাঁর কোনো শরীক নেই, এবং মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল।
📖 [সহিহ মুসলিম: ২৩৪]
ফজিলতঃ
রাসূল ﷺ বলেছেন —
“যে ব্যক্তি সুন্দরভাবে ওজু করে এ কালেমা পাঠ করে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে।”
📖 [সহিহ মুসলিম: ৪৪১–৪৪৭]
📢 আজানের সময় জবাব দেওয়া
উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলেন — রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
যখন মুয়াযযিন বলে “আল্লাহু আকবার” — তখন তুমিও বলবে “আল্লাহু আকবার”...
এভাবে প্রতিটি বাক্যে অনুরূপ জবাব দিতে হবে।
ফজিলতঃ
আন্তরিকতার সাথে আযানের জবাব দিলে সে জান্নাতে যাবে।
📖 [সহিহ মুসলিম: ৭৩৬]
🌙 আজানের পরের দোয়া
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ...
উচ্চারণঃ আল্লাহুম্মা রব্বা হাযিহিদ্দা’ওয়াতিত্তাম্মাহ...
অনুবাদঃ হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান ও কায়েম নামাযের প্রভু, মুহাম্মাদ ﷺ-কে দান করুন সর্বোচ্চ মর্যাদা ও প্রশংসিত স্থান।
📖 [সহিহ বুখারী: ৬১৪]
ফজিলতঃ
যে ব্যক্তি আযান শুনে এই দোয়া পাঠ করবে, সে কিয়ামতের দিন রাসূল ﷺ-এর শাফা‘আতের অধিকারী হবে।
🕌 পাঁচ ওয়াক্ত ফরজ সালাত
“নিশ্চয় নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের উপর ফরজ।”
📖 [সূরা নিসা, আয়াত ১০৩]
রাসূল ﷺ বলেছেনঃ
“যে ব্যক্তি সালাত যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”
📖 [আবু দাউদ: ১৪২০]
🌼 প্রতিদিনের ১২ রাকাআত সুন্নাত সালাত
“যে ব্যক্তি দিনে-রাতে ১২ রাকাআত সুন্নাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মিত হবে।”
📖 [সহিহ মুসলিম: ৭২৮]
🌿 ফরজ সালাত শেষে রাসূল ﷺ-এর আমল
১️⃣ ইস্তেগফার
أَسْتَغْفِرُ اللَّهَ (৩ বার)
📖 [সহিহ মুসলিম: ৫৯১]
২️⃣ আল্লাহুম্মা আনতাস সালাম
اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ...
📖 [সহিহ মুসলিম: ৫৯১]
৩️⃣ আয়াতুল কুরসী
সূরা আল-বাকারাহ: আয়াত ২৫৫
📖 [বুলুগুল মারাম: ৩২৬]
৪️⃣ তাসবীহ
- সুবহানাল্লাহ – ৩৩ বার
- আলহামদুলিল্লাহ – ৩৩ বার
- আল্লাহু আকবার – ৩৩ বার
এরপর বলবে —
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ...
📖 [সহিহ মুসলিম: ৫৯৭]
৫️⃣ আল্লাহুম্মা আঈন্নী আলা যিকরিকা
📖 [আবু দাউদ: ১৫২২]
🚶 ঘর থেকে বের হওয়ার সময়
بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ...
অনুবাদঃ আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করলাম।
📖 [আবু দাউদ: ৫০৯৫]
🏡 ঘরে প্রবেশের সময়
بِسْمِ اللّٰهِ
📖 [সহিহ মুসলিম: ২০১৮]
🌅 সকাল ও 🌇 সন্ধ্যার আমল
১️⃣ আয়াতুল কুরসী — সকালে পড়লে বিকাল পর্যন্ত, বিকালে পড়লে সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ।
📖 [সহিহ তারগীব: ১/২৭৩]
২️⃣ সূরা ইখলাস, ফালাক, নাস — সকালে ও সন্ধ্যায় ৩ বার করে।
📖 [আবু দাউদ: ৫০৮২]
৩️⃣ সাইয়্যিদুল ইস্তেগফার
📖 [সহিহ বুখারী: ৬৩০৬]
৪️⃣ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (১০০ বার)
📖 [সহিহ মুসলিম: ২৬৯২]
৫️⃣ রদ্বীতু বিল্লাহি রব্বান (৩ বার)
📖 [তিরমিজী: ৩৩৮৯]
৬️⃣ দরুদ শরীফ (সকাল-বিকাল ১০ বার করে)
📖 [মাজমাউয যাওয়ায়েদ: ১০/১২০]
৭️⃣ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু...
📖 [আবু দাউদ: ৫০৭৭]
🍽️ খাওয়ার সুন্নতসমূহ
✅ হাত ধোয়া
✅ বিসমিল্লাহ বলা
✅ ডান হাতে খাওয়া
✅ নিজের সামনে থেকে খাওয়া
✅ পড়া খাবার উঠিয়ে খাওয়া
✅ হেলান না দিয়ে খাওয়া
✅ তিন আঙুলে খাওয়া
✅ শেষে আলহামদুলিল্লাহ বলা
🍴 খাওয়ার পরের দোয়া
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَطْعَمَنِيْ هٰذَا، وَرَزَقَنِيْهِ...
উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাযী আত‘আমানী হাযা ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়ালা কুওয়াতিন।
অনুবাদঃ সকল প্রশংসা আল্লাহর, যিনি এই খাবার আমাকে দিয়েছেন, আমার কোন শক্তি বা ক্ষমতা ছাড়াই।
📖 [আবু দাউদ: ৩৮৫২]
🌸 আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন — আমিন। 🌸
✅ আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.