সবচেয়ে দুর্ভাগ্য হলো এমন স্ত্রী পাওয়া, যে স্বামীর প্রতি দুর্ব্যবহার করে, তর্কে লিপ্ত হয় এবং তাকে কষ্ট দেয়।
![]() |
ইসলামের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নারীর বর্ণনা | ইসলামের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত স্ত্রী কে | BongoCyber |
➡️ প্রিয় নবী মুহাম্মদ (ﷺ) 📚 মুসতাদরাক হাকিমঃ ২৭৩২
নবী (ﷺ) বলেছেনঃ
আমাকে জাহান্নাম দেখানো হয় এবং আমি দেখলাম, এর অধিকাংশ অধিবাসী নারী। কারণ তারা কুফরী করে।
জিজ্ঞাসা করা হল, ‘তারা কি আল্লাহর সাথে কুফরী করে?’
নবী (ﷺ) বললেনঃ ‘তারা স্বামীর অবাধ্যতা করে এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘ সময় তাদের প্রতি ইহসান করতে থাক, কিন্তু সামান্য কোনো ভুল হলে তারা বলে ফেলে,
‘আমি তোমার থেকে কখনো ভালো কিছু পাইনি।’
📚 সহিহ বুখারীঃ ২৯, ১০৫২, ৫১৯৭ 📚 মুসলিমঃ ১৯৩৩ 📚 আল লুলু ওয়াল মারজানঃ ৫২৫ (সহিহ হাদিস)
একবার ঈদুল আজহা বা ঈদুল ফিতরের সালাত আদায়ের সময় রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের বললেনঃ
‘হে মহিলারা! সদকাহ কর, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী তোমরা।’
তারা জিজ্ঞাসা করলঃ ‘কেন, হে আল্লাহর রাসূল?’
তিনি বললেনঃ ‘তোমরা অধিক অভিশাপ দাও এবং স্বামীর অকৃতজ্ঞ হও।’
তিনি আরও বলেনঃ ‘বুদ্ধি ও দ্বীনের ঘাটতি থাকা সত্ত্বেও একজন বুদ্ধিমান পুরুষকে পথভ্রষ্ট করতে তোমরা সবচেয়ে দক্ষ।’
তারা জিজ্ঞাসা করলঃ ‘আমাদের বুদ্ধি ও দ্বীনের ঘাটতি কোথায়?’
নবী (ﷺ) বললেনঃ ‘একজন নারীর সাক্ষ্য কি একজন পুরুষের অর্ধেক নয়?’
তারা বললঃ ‘হ্যাঁ।’
নবী (ﷺ) বললেনঃ ‘এটাই তাদের বুদ্ধির ঘাটতি। আর হায়েয অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না?’
তারা বললঃ ‘হ্যাঁ।’
তিনি বললেনঃ ‘এটাই তাদের দ্বীনের ঘাটতি।’
📚 সহিহ বুখারীঃ ৩০৪, ১৪৬২ 📚 মুসলিমঃ ১৪৪ 📚 তিরমিজিঃ ২৬১৩ 📚 ইবনে মাজাহঃ ৪০০৩ 📚 আল লুলু ওয়াল মারজানঃ ৪৯
(সহিহ হাদিস)
নারীরা পাঁজরের হাড়ের মতো। যদি একেবারে সোজা করতে চাও, ভেঙে যাবে। সুতরাং, তাদের থেকে উপকার পেতে চাইলে তাদের এই বাঁকা অবস্থাতেই গ্রহণ করতে হবে।
📚 সহিহ বুখারীঃ ৫১৮৪ 📚 মুসলিমঃ ৩৫৩৬ 📚 আল লুলু ওয়াল মারজানঃ ৯৩৩
(সহিহ হাদিস)
যখন কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতের হুররা বলে, ‘ওহে, আল্লাহ তোমার সর্বনাশ করুক! তাকে কষ্ট দিও না। সে তোমার কাছে অল্পদিনের মেহমান, শীঘ্রই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে আসবে।’
📚 সুনানে ইবনে মাজাহঃ ২০১৪ 📚 তিরমিজিঃ ১১৭৪ 📚 হাদিস সম্ভারঃ ২৬১৫ (সহিহ হাদিস)
পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.