Adds

নামজারি আবেদন নামঞ্জুর হলে করণীয় | আবেদন নামঞ্জুর হিসেবে গণ্য | নামজারি আবেদন সংশোধন করার নিয়ম

নামজারি আবেদন নামঞ্জুর হলে কী করবেন?

1️⃣ মিস কেস দাখিল 🗃️: প্রথমে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে মিস কেসের মাধ্যমে আবেদন জমা দিন, যাতে ভুল সংশোধন বা পুনর্বিবেচনা করা যায়। 📝 এখানে আবেদনকারী কাগজপত্রসহ নতুন করে আবেদন জমা দিতে পারবেন। 💼

2️⃣ প্রথম আপিল ⏳: এই প্রক্রিয়া ফলপ্রসূ না হলে, ৩০ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর কাছে আপিল করতে পারেন। 📄

3️⃣ দ্বিতীয় আপিল ⏲️: প্রথম আপিলও নামঞ্জুর হলে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)-এর কাছে ৬০ দিনের মধ্যে পুনরায় আপিলের সুযোগ আছে। 🔄

4️⃣ চূড়ান্ত আপিল 🕰️: শেষ পর্যায়ে, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আদেশে সন্তুষ্ট না হলে, ভূমি আপিল বোর্ডে ৯০ দিনের মধ্যে চূড়ান্ত আপিল করা যায়। ⚖️

👉 এইভাবে ধাপে ধাপে প্রতিকার পাওয়া সম্ভব। প্রয়োজনে আদালতে মামলা করাও যেতে পারে। 🏛️


নামজারি আবেদন নামঞ্জুর হলে করণীয় | আবেদন নামঞ্জুর হিসেবে গণ্য | নামজারি আবেদন সংশোধন করার নিয়ম | BongoCyber
নামজারি আবেদন নামঞ্জুর হলে করণীয় | আবেদন নামঞ্জুর হিসেবে গণ্য | নামজারি আবেদন সংশোধন করার নিয়ম | BongoCyber 

নামজারি আবেদন নামঞ্জুর হলে পুনরায় আবেদন করা যায় কি? নামজারি আবেদন নামঞ্জুর হলে কী করবেন এবং কি ভাবে নামজারি আবেদন সংশোধন করবেন তা নতুন নিয়মে সঠিক ভাবে দেখানো হয়েছে। নামজারি / জমাভাগের আবেদন মঞ্জুর / নামঞ্জুর


ভিডিও লিঙ্ক: https://youtu.be/YtG9J7s_G-Q


📜 নামজারি খারিজের প্রতিকার 🌾

1️⃣ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এ আপিল 🗓️: নামজারি খারিজ হলে, সহকারী কমিশনারের (ভূমি) আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর কাছে আপিল করতে হবে। 📄


2️⃣ ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, 1950 এর ধারা 150 📜: কেউ সংক্ষুব্ধ হলে, মিউটেশন বাতিল বা সংশোধনের জন্য সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আবেদন করতে পারেন। 📝 এ ক্ষেত্রে জেলা প্রশাসক (ভূমি) আবেদন গ্রহণের পর মাঠ তদন্ত ও শুনানির মাধ্যমে যথাযথ আদেশ জারি করবেন। 🔍⚖️


3️⃣ উচ্চতর আপিল 🚀: অতিরিক্ত ডেপুটি (ভূমি)-এর সিদ্ধান্তে আপত্তি থাকলে অতিরিক্ত উপ (রাজস্ব) আদালতে আপিল করা যাবে। কিন্তু রিভিউ আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না যদি তা আগের সিদ্ধান্তকে বহাল রাখে। 🔄


4️⃣ নিবন্ধন আবেদন প্রত্যাখ্যানের প্রতিকার 🚫📜: নিবন্ধন আবেদন বাতিল হলে, সংক্ষুব্ধ পক্ষ জেলা প্রশাসকের (ভূমি) কাছে মিউটেশনের পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর কাছে সরাসরি আপিলও করতে পারবেন। 📑



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জিন... ইউনিয়ন পরিষদ কার্যালয় ইউনিকোড নং-000 চেয়ারম্যান: মোঃ নাম.... মোবাঃ ০১.... 

ডাকঘর: মো... , উপজেলা: কা..., জেলা:... । Email:...

         স্মারক নং-                                                        তারিখ:

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করিতেছি যে, মোঃ আনিছুর রহমান মোল্যা ওরফে মোঃ আলী মদ্দীন মোল্যা ওরফে আনিছুর ইসলাম মোল্যা ওরফে আলিম উদ্দিন মোল্যা, পিতাঃ মোঃ আছাদ আলী মোল্লা, মাতাঃ মোছাঃ আবেজন, গ্রামঃ... , ডাকঘর.... , ওয়ার্ড নং- (০) উপজেলাঃ.... , জেলাঃ..... । তাকে আমি ব্যক্তিগত ভাবে জানি ও চিনি একই ব্যক্তির চারটি নামে পরিচিত সে অত্র ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা। সে কোন সমাজ বা রাষ্ট্র বিরোধী কাজের সহিত জড়িত ছিলনা বা, নাই।

আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।


ইউনিয়ন পরিষদ কার্যালয় অথবা পৌরসভা থেকে প্রত্যয়ন পত্রের নমুনা
ইউনিয়ন পরিষদ কার্যালয় অথবা পৌরসভা থেকে প্রত্যয়ন পত্রের নমুনা


👇 Please Subscribe Our YouTube Channel 👇

Post a Comment

0 Comments