এটি কী ধরনের পর্দা? 🤔 হিজাবের উপরে ব্র্যান্ড সিল, হাতে মোজায় আংটি, ব্রেসলেট, পায়ের মোজায় নুপুর, আর বোরকার কোমরে বেল্ট—মুসলিম উম্মাহর নারীর পর্দা কি এমন হওয়া উচিত? 🧕✨
![]() |
পর্দার নামে এসব কি? মুসলিম উম্মাহর নারীর পর্দা কি এমন হওয়ার কথা ছিল? | BongoCyber |
পর্দার উদ্দেশ্য:
পর্দা মূলত মেয়েদের সৌন্দর্য আড়াল করার জন্য। কিন্তু আজকাল, অনেকেই পর্দার নামেই তাদের সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলছে। এটি যেন ফ্যাশন ডিজাইনের প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যা আসলে সত্যিকারের পর্দা নয়। 😟
আলেমদের মতামত 📜
আলেমগণ বলেছেন, এসব ফ্যাশন ডিজাইনগুলোকে অন্য একটি আবরণ দিয়ে ঢেকে দিতে হবে, অন্যথায় এগুলো পর্দা হিসেবে বিবেচিত হবে না। সাধারণ বোরকার চেয়ে এসব ডিজাইন করা বোরকাগুলো দ্বিগুণ কাপড় ব্যবহার করে তৈরি হলেও, সামান্য বাতাসে দেখা যায় বুকের উপরের কাপড় উড়ে যাচ্ছে। 🌀
👉 সেলাই ও ক্লিপ:
সাইড দিয়ে সেলাই বা ক্লিপ দিয়ে আটকালে বুকের কাপড় সরে যাওয়ার সুযোগ থাকে না।
👉 হাতের অবস্থান:
হাত কিছুটা উপরে তুললেই দেখা যায় কনুই পর্যন্ত বের হয়ে যাচ্ছে, যা খুবই বিব্রতকর। অনেকেই এগুলো অতিরিক্ত টাইটফিট করে বানাচ্ছে, ফলে সামনে-পেছনে অঙ্গ প্রকাশ পাচ্ছে, যা মোটেও শোভন নয়। 😳
চলাফেরা ও প্রভাব 🚶♀️
এদের চলাফেরা এমনভাবে যে, একবার তাকাতেই হয়। কাপড় অহরহ হেলে-দুলে বাতাস তৈরি করে শরীরে স্পর্শ করছে, এবং অধিকাংশই সুগন্ধি বা দুর্গন্ধ ছড়াচ্ছে। 🏬💨
সুপারশপে: শরীরের সঙ্গে স্পর্শফ্রি (আস্তাগফিরুল্লাহ)! এসব বিষয় প্রকাশ্যে আসলে আমাদের সকলের জন্য লজ্জার বিষয়। 😔
অনেকে কিছু বলতে চান না, কিন্তু সতর্ক হওয়ার জন্য এই কথা বলতে হচ্ছে। মা-বোনদের এ ধরনের চলাফেরা খুবই অপ্রয়োজনীয় এবং অশ্লীল। ❌
লক্ষ্য ও উপলব্ধি 🎯
অনেকে বলেন, বোরকা পরলেও অনেক ছেলে তাকায়। কিন্তু কেন? এ বিষয়ে কিছুটা উপলব্ধি করা জরুরি। আমাদের অজান্তেও তাদের দিকে একবার তাকাতে হয়। নাউজুবিল্লাহ।
পরিবারের দায়িত্বশীলদের উচিত বিষয়টি বোঝা এবং এ ব্যাপারে সচেতন হওয়া। আল্লাহ সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন। 🙏
👇 Please Subscribe Our YouTube Channel 👇
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.