Adds

মেয়েদের কপালে টিপ পরার ইতিহাস। মেয়েদের কপালে টিপ পরা নিয়ে ইসলাম কি বলে?

মহিলাদের টিপের ব্যবহারের ইতিহাস

হযরত ঈবরাহীম (আঃ) যখন নমরুদের হাতে আগুনে নিক্ষেপের জন্য প্রস্তুত ছিলেন, তখন একটি নতুন সমস্যা দেখা দিল। নমরুদ ৮ মাইল দূরত্বে বিশাল আগুন জ্বালিয়ে রাখল, যার উত্তাপে কাছে যাওয়াও সম্ভব হচ্ছিল না ।


মেয়েদের কপালে টিপ পরার ইতিহাস। মেয়েদের কপালে টিপ পরা নিয়ে ইসলাম কি বলে? | BongoCyber
মেয়েদের কপালে টিপ পরার ইতিহাস। মেয়েদের কপালে টিপ পরা নিয়ে ইসলাম কি বলে? | BongoCyber 


তাহলে একটিমাত্র উপায় ছিল—একটি চরক তৈরি করা, যার মাধ্যমে ঈবরাহীম (আঃ) কে আগুনে নিক্ষেপ করা যাবে। কিন্তু ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরকটি ঘোরানো যাচ্ছিল না।


এমন সময় শয়তান নমরুদকে একটি কুবুদ্ধি দিল: কিছু নগ্ন মেয়ে (পতিতা) এনে চরকের সামনে বসিয়ে দিতে, যাতে ফেরেশতারা সেখান থেকে চলে যায়। নমরুদ তাই করলেন, এবং ফেরেশতারা চলে গেলে তারা ঈবরাহীম (আঃ) কে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হলেন।


এই কঠিন মুহূর্তের পরীক্ষায় ঈবরাহীম (আঃ) যখন জয়লাভ করলেন, তখন আল্লাহর নির্দেশ এল: "قُلْنَا يَا نَارُ كُونِي بَرْداً وَّسَلاَماً عَلَى إِبْرَاهِيمَ," অর্থাৎ, "হে আগুন! ঠান্ডা হয়ে যাও এবং ঈবরাহীমের জন্য শান্তিদায়ক হয়ে যাও" (আম্বিয়া ২১/৬৯)। এর পরেই ঈবরাহীম মুক্তি পেলেন।


পরবর্তীতে, ওই মেয়েদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো এবং তাদের মাথায় তীলক পরানো হল, যা আজ আমাদের কাছে 'টিপ' নামে পরিচিত।


এখন যারা বলে যে, মহিলাদের সৌন্দর্য প্রকাশে টিপ পরা বৈধ, তারা কি একবার ভেবে দেখেছেন—এই টিপের আসল পরিচয় কী? পতিতাদের পরিচয় বোঝাতে যে টিপ ব্যবহার করা হত, সেটি আজকের ফ্যাশনে পরিণত হয়েছে।

 

হে মুসলিম নারীরা, এই সত্য জানার পরও কি আপনি কপালে টিপ পরবেন?

Post a Comment

0 Comments