ইসলামী শরীয়তে ৪ টি স্থানে সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করা জায়েজ যেমন:
নবী করীম (সা.) এর সম্মিলিত মুনাজাতের সঠিক সময় ও প্রথা। ফরজ, নাফিল বা বিদ‘আতের মধ্যে পার্থক্য বোঝা এবং সিরাতে মুস্তাকীমের পথ অনুসরণ করুন।
![]() |
হাত তুলে দোয়ার বিধান কি? হাত তুলে দোয়া করার হাদিস | BongoCyber |
নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সম্মিলিত দু‘আ: পথ ও নির্দেশনা
১️⃣ সম্মিলিত মুনাজাতের বৈধ সময়সমূহ
ইসলামে সম্মিলিতভাবে দু‘আ করা কিছু বিশেষ সময়ে সুন্নাহ এবং সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।
✨ পানি চাওয়ার জন্য
নবী করীম (সা.) পানি চাওয়ার জন্য হাত তুলে সম্মিলিতভাবে দু‘আ করতেন।
- সূত্র: সহীহ বুখারী (হা/১০২৯, ১/১৪০), সহীহ মুসলিম (হা/৮৯৬, ১/২৯৩), মিশকাত (হা/১৪৯৮ ‘ইস্তিস্কা’ অনুচ্ছেদ)
✨ বৃষ্টি বন্ধ বা প্রাকৃতিক ঘটনা
- বৃষ্টি বন্ধের জন্য: সহীহ বুখারী (হা/১০১৩, ১/১৩৭)
- চন্দ্র ও সূর্যগ্রহণের সময়: সহীহ মুসলিম (হা/৯১৩, ১/২৯৯), সহীহ বুখারী (হা/১০৪০ ও ১০৪৩)
✨ কুনূতে নাযেলা ও বিতর সালাতে কুনূত
- কুনূতে নাযেলা: মুসনাদে আহমাদ (হা/১২৪২৫), ত্বাবারাণী আল-মু‘জামুস ছগীর (হা/৫৩৬), আবু দাঊদ (হা/১৪৪৩), মিশকাত (হা/১২৯০)
- বিতর সালাতে কুনূত: সহীহ ইবনু খুজায়মাহ (হা/১০৯৭), আলবানী, ছিফাতু ছালাতিন নাবী (পৃ. ১৮০), ফাতাওয়া আরক্বানিল ইসলাম (পৃ. ৩৫০-৩৫১, ফৎওয়া নং ২৭৭)
২️⃣ যে প্রথাগুলি বিদ‘আত
নিম্নলিখিত সাধারণ মুনাজাতের প্রথাগুলি সমাজে প্রচলিত হলেও বিদ‘আত হিসেবে বিবেচিত:
- ফরজ সালাতের পর
- মৃত ব্যক্তির দাফনের পর
- বিবাহের পর
- সমাবেশের পর
- দুই ঈদের সালাতের পর
- দাওয়াত গ্রহণের সময়
- রমজানে ইফতারের সময়
- টঙ্গীর মাঠে আখেরী মুনাজাত
নিষেধ: এসব থেকে বিরত থাকতে হবে।
৩️⃣ সিরাতে মুস্তাকীম: সহজ ও সরল পথ
মহান আল্লাহ বলেন:
“এ পথই আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ কর। এ পথ ছাড়া অন্য কোন পথের অনুসরণ করবে না, কারণ তা তোমাদেরকে হেদায়াতের পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ তোমাদের এ নির্দেশ দিলেন যেন তোমরা সতর্ক হও।”
(সূরা আনআম, ৬/১৫৩)
অর্থাৎ: সিরাতে মুস্তাকীম হচ্ছে আল্লাহ প্রদত্ত সরল, সহজ ও সঠিক পথ। এটি রাসূল (সা.) এর সুন্নাত ও জীবনাদর্শ।
৪️⃣ বিদ‘আত সৃষ্টিকারীদের পথ থেকে বিরত থাকা
সুবুল বা বিভিন্ন রাস্তা হলো দ্বীনের মধ্যে মতানৈক্য ও বিদ‘আত সৃষ্টিকারীদের পথ।
ইবনে মসউদ (রাঃ) বলেন:
"তোমরা অনুসরণ কর, নতুন কিছু রচনা করো না। কারণ তোমাদের জন্য তাই যথেষ্ট। আর তোমরা পুরাতন পন্থাই অবলম্বন কর।"
(সিলসিলা যয়ীফাহ্ ২/১৯)
৫️⃣
আল্লাহ তায়ালা আমাদের সকলকে পবিত্র কুরআন ও সহীহ হাদীস অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন।
আল্লাহই সবচেয়ে জ্ঞানী।

0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.