জেনে রাখা ভাল যে, ইসলামী শরীয়তে ৪ টি স্থানে সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করা জায়েজ যেমন:
![]() |
হাত তুলে দোয়ার বিধান কি? হাত তুলে দোয়া করার হাদিস | BongoCyber |
(১) নবী করীম (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাত তুলে সম্মিলিতভাবে দু'আ করেছেন পানি চাওয়ার জন্য। (সহীহ বুখারী, হা/১০২৯, ১/১৪০ পৃ., সহীহ মুসলিম, হা/৮৯৬, ১/২৯৩ পৃ., মিশকাত, হা/১৪৯৮ ‘ইস্তিস্কা’ অনুচ্ছেদ)
(২) বৃষ্টি বন্ধের জন্য। (সহীহ বুখারী, হা/১০১৩, ১/১৩৭ পৃ.), চন্দ্র ও সূর্যগ্রহণের সময় (সহীহ মুসলিম, হা/৯১৩, ১/২৯৯ পৃ., সহীহ বুখারী, হা/১০৪০ ও ১০৪৩)
(৩) কুনূতে নাযেলা পাঠের সময়। (মুসনাদে আহমাদ, হা/১২৪২৫; ত্বাবারাণী, আল-মু‘জামুছ ছগীর, হা/৫৩৬, সনদ সহীহ; আবু দাঊদ, হা/১৪৪৩, সনদ হাসান; মিশকাত, হা/১২৯০)
(৪) বিতর সালাতে কুনূত পড়ার সময়। (সহীহ ইবনু খুযায়মাহ, হা/১০৯৭; আলবানী, ছিফাতু ছালাতিন নাবী, পৃ. ১৮০; ফাতাওয়া আরক্বানিল ইসলাম, পৃ. ৩৫০-৩৫১, ফৎওয়া নং ২৭৭)
উপরোক্ত চারটি স্থানের বাইরে সম্মিলিত মুনাজাতের যে প্রথাগুলি সমাজে প্রচলিত রয়েছে, যেমন: ফরজ সালাতের পর, মৃত ব্যক্তির দাফনের পর, বিবাহের পর, সমাবেশের পর, দুই ঈদের সালাতের পর, দাওয়াত গ্রহণের সময়, রমজানে ইফতারের সময়, এবং টঙ্গীর মাঠে আখেরী মুনাজাত—এগুলি নিকৃষ্ট বিদ‘আত। এগুলি থেকে বিরত থাকতে হবে।
পরিশেষে, মহান আল্লাহ বলেন, "এ পথই আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ কর। এ পথ ছাড়া অন্য কোন পথের অনুসরণ করবে না, কারণ তা তোমাদেরকে হেদায়াতের পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ তোমাদের এ নির্দেশ দিলেন যেন তোমরা সতর্ক হও।" (সূরা আনআম, ৬/১৫৩)
সুতরাং সিরাতে মুস্তাকীম হচ্ছে আল্লাহ প্রদত্ত সহজ, সরল ও সঠিক পথ, যার দিকে উক্ত আয়াতে আহ্বান করা হয়েছে। এই পথই রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুন্নাত তথা জীবনাদর্শ।
আর সুবুল বা বিভিন্ন রাস্তা হচ্ছে দ্বীনের মধ্যে মতানৈক্য ও বিদআত সৃষ্টিকারীদের পথ। উপরোক্ত আয়াতে সকল প্রকারের বিদআত সৃষ্টিকারীদের পথ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এখানে ইবনে মসউদ (রাঃ) এর একটি কথা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন; তিনি বলেন, "তোমরা অনুসরণ কর, নতুন কিছু রচনা করো না। কারণ তোমাদের জন্য তাই যথেষ্ট। আর তোমরা পুরাতন পন্থাই অবলম্বন কর।" (সিলসিলা যয়ীফাহ্ ২/১৯)
আল্লাহ তায়ালা আমাদের সকলকে পবিত্র কুরআন ও সহীহ হাদীস অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন। আল্লাহই সবচেয়ে জ্ঞানী।
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.