Adds

ঠোটের নীচে যে দাড়ির মত লোম গজায়, সেগুলো কাচি দ্বারা ছোট করা অথবা চেছে ফেলা যাবে কি?

ঠোঁটের নিচের লোম কি দাড়ির অন্তর্ভুক্ত? কাটা বা চেঁছে ফেলা কি জায়েজ? 🤔


🔍 ইসলামিক দৃষ্টিতে ঠোঁটের নিচে দাড়ির মতো গজানো লোম নিয়ে আলেমদের মধ্যে রয়েছে মতবিরোধ।
চলুন দেখি এ বিষয়ে বিভিন্ন মাযহাব ও ইমামদের মতামত কী বলেছেন 📚👇 

ঠোটের নীচে যে দাড়ির মত লোম গজায়, সেগুলো কাচি দ্বারা ছোট করা অথবা চেছে ফেলা যাবে কি?
ঠোটের নীচে যে দাড়ির মত লোম গজায়, সেগুলো কাচি দ্বারা ছোট করা অথবা চেছে ফেলা যাবে কি? 


🧔‍♂️ আলেমদের ভিন্নমত

🔹 একদল আলেম:

তাঁরা মনে করেন —

“ঠোঁটের নিচে যে লোম গজায়, তা দাড়ির অন্তর্ভুক্ত নয়।”

অন্যদিকে,


🔹 আরেকদল আলেম:

তাঁরা বলেন —

“এটি দাড়ির অংশ, তাই এটি কাটা গুনাহ বা হারাম।”


ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলেন,

“ঠোঁটের নিচের লোম কাটা হারাম।”
📖 হাশিয়াতুল আদাইউ; ২/৪৪৬


ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ) বলেন,

“এটি কাটলে মাকরূহ।”
📖 ইহইয়া উলুমিদ্দিন; ১/১৪৪, নাইলুল আওতার; ১/১৩৮–১৩৯


হানাফী মাযহাবের আলেমরাও বলেন —

“এটি কাটা বিদআতমাকরূহ।”
📚 ফাতাওয়ে আলমগীরী; ৫/৩৫৮, ফাতাওয়ে শামী; ৬/৪০৭



🕌 দাড়ির প্রকৃত সংজ্ঞা (লিহইয়াহ لحية)

আরবি অভিধানসমূহে বলা হয়েছে—

“দুই গাল ও থুতনিতে গজানো পশমই হলো দাড়ি।”
📘 লিসানুল আরব; ৫/২৪১, কমুসুল মুহীত; ১৭১৪


ইমাম ইবনে হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন,

“মুখমণ্ডলের গণ্ডদেশ ও থুতনিতে গজানো চুলকেই দাড়ি বলা হয়।”
📖 ফাৎহুল বারী, ১১/৫৪২



📜 হাদীসে দাড়ি রাখার নির্দেশ

রাসূলুল্লাহ ﷺ বলেছেন —

“গোঁফ ছোট করো এবং দাড়ি লম্বা রাখো।”
📖 সহীহ মুসলিম হা/২৫৯; আবু দাউদ হা/৪১৯৯

ইবনু হাযম (রহঃ) বলেন —

“দাড়ি সম্পূর্ণ মুন্ডন করা নাজায়েয। এতে ইজমা রয়েছে।”
📖 মারাতিবুল ইজমা; ১/১৫৭



🧾 ঠোঁটের নিচের লোম সম্পর্কে হাদীস ও বর্ণনা

এই লোমকে আরবিতে বলা হয় "আল-আনফাকাহ (العنفقة)"
হাদীসে এসেছে —

“রাসূল ﷺ এর ঠোঁটের নিচে কিছু সাদা চুল ছিল।”
📖 সহীহ বুখারী হা/৩৫৪৫; সহীহ মুসলিম হা/২৩৪২


ইমাম জাসসাস (রাহিমাহুল্লাহ) বর্ণনা করেছেন —
একজন ব্যক্তি ঠোঁটের নিচের লোম উপড়াতেন। উমর বিন আব্দুল আজিজ (রাহি) তাঁকে বললেন,

“তোমার নাম হওয়া উচিত ‘উপড়ানোওয়ালা’।”
এবং তাঁর সাক্ষ্য প্রত্যাখ্যান করেন।
📘 আহকামুল কুরআন; ১/৬৯২


ইমাম গাযালী (রহঃ) বলেন,

“এটি বিদআত।”
📖 ইহইয়া উলুমিদ্দিন; ১/১৪৪



🕋 সমসাময়িক আলেমদের মতামত

শাইখ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন —

“ঠোঁটের নিচের চুল মুন্ডন করা জায়েজ নয়; এগুলো দাড়ির অংশ।”
📚 মাজমূ‘উ ফাতাওয়া; খণ্ড ২৯, পৃষ্ঠা ৪৪


অন্যদিকে শাইখ ইবনে উসাইমীন (রাহিমাহুল্লাহ)শাইখ সালেহ আল-ফাওযান (হাফিজাহুল্লাহ) বলেন —

“এগুলো দাড়ির অন্তর্ভুক্ত নয়। সমস্যা না হলে না কাটাই উত্তম।”
📖 লিকাউল বাবিল মাফতূহ সাক্ষাৎকার নং ৯/প্রশ্ন: ৬



💡🧠 আলোচনার সারমর্ম হলো —

ঠোঁটের নিচে দাড়ির মতো গজানো লোম কাটার বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।
তবে সন্দেহজনক বিষয় এড়িয়ে চলাই উত্তম।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন —

“যে কাজে সন্দেহ হয়, তা পরিহার করো; সন্দেহমুক্ত কাজ করো।”
📖 তিরমিযী হা/২৫১৮; নাসায়ী হা/৫৭১১


অতএব, না কাটাই নিরাপদ ও সুন্নাতের প্রতি সম্মানজনক।
🕊️ “বাকিটা আল্লাহই সর্বোত্তম জানেন।”



🩶 📚 সংক্ষিপ্ত ইসলামিক শিক্ষা:

বিষয়   রায়
ঠোঁটের নিচের লোম দাড়ির অন্তর্ভুক্ত কিনা – এ বিষয়ে মতভেদ
কাটা যাবে কি? বেশিরভাগ আলেমের মতে না কাটাই উত্তম
হাদীসে নিষেধ আছে কি? সরাসরি নেই, তবে দাড়ি কাটা নিষিদ্ধ
রাসূল ﷺ এর আমল ঠোঁটের নিচে চুল ছিল, কাটা হয়নি

🕌

🌿 সুন্নাত রক্ষা করা মানে শুধু দাড়ি রাখা নয়, বরং হৃদয়ে আল্লাহ ও রাসূল ﷺ-কে স্থান দেওয়া।
❤️ আল্লাহ আমাদের সবাইকে সুন্নাতের পথে চলার তাওফিক দিন। আমিন।



👇 Please Subscribe Our YouTube Channel 👇 

Post a Comment

0 Comments