ঠোঁটের নিচের লোম কি দাড়ির অন্তর্ভুক্ত? কাটা বা চেঁছে ফেলা কি জায়েজ? 🤔
🔍 ইসলামিক দৃষ্টিতে ঠোঁটের নিচে দাড়ির মতো গজানো লোম নিয়ে আলেমদের মধ্যে রয়েছে মতবিরোধ।
চলুন দেখি এ বিষয়ে বিভিন্ন মাযহাব ও ইমামদের মতামত কী বলেছেন 📚👇
![]() |
| ঠোটের নীচে যে দাড়ির মত লোম গজায়, সেগুলো কাচি দ্বারা ছোট করা অথবা চেছে ফেলা যাবে কি? |
🧔♂️ আলেমদের ভিন্নমত
🔹 একদল আলেম:
তাঁরা মনে করেন —
“ঠোঁটের নিচে যে লোম গজায়, তা দাড়ির অন্তর্ভুক্ত নয়।”
অন্যদিকে,
🔹 আরেকদল আলেম:
তাঁরা বলেন —
“এটি দাড়ির অংশ, তাই এটি কাটা গুনাহ বা হারাম।”
ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলেন,
“ঠোঁটের নিচের লোম কাটা হারাম।”📖 হাশিয়াতুল আদাইউ; ২/৪৪৬
ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ) বলেন,
“এটি কাটলে মাকরূহ।”📖 ইহইয়া উলুমিদ্দিন; ১/১৪৪, নাইলুল আওতার; ১/১৩৮–১৩৯
হানাফী মাযহাবের আলেমরাও বলেন —
“এটি কাটা বিদআত ও মাকরূহ।”📚 ফাতাওয়ে আলমগীরী; ৫/৩৫৮, ফাতাওয়ে শামী; ৬/৪০৭
🕌 দাড়ির প্রকৃত সংজ্ঞা (লিহইয়াহ لحية)
আরবি অভিধানসমূহে বলা হয়েছে—
“দুই গাল ও থুতনিতে গজানো পশমই হলো দাড়ি।”📘 লিসানুল আরব; ৫/২৪১, কমুসুল মুহীত; ১৭১৪
ইমাম ইবনে হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন,
“মুখমণ্ডলের গণ্ডদেশ ও থুতনিতে গজানো চুলকেই দাড়ি বলা হয়।”📖 ফাৎহুল বারী, ১১/৫৪২
📜 হাদীসে দাড়ি রাখার নির্দেশ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“গোঁফ ছোট করো এবং দাড়ি লম্বা রাখো।”📖 সহীহ মুসলিম হা/২৫৯; আবু দাউদ হা/৪১৯৯
ইবনু হাযম (রহঃ) বলেন —
“দাড়ি সম্পূর্ণ মুন্ডন করা নাজায়েয। এতে ইজমা রয়েছে।”📖 মারাতিবুল ইজমা; ১/১৫৭
🧾 ঠোঁটের নিচের লোম সম্পর্কে হাদীস ও বর্ণনা
এই লোমকে আরবিতে বলা হয় "আল-আনফাকাহ (العنفقة)"।
হাদীসে এসেছে —
“রাসূল ﷺ এর ঠোঁটের নিচে কিছু সাদা চুল ছিল।”📖 সহীহ বুখারী হা/৩৫৪৫; সহীহ মুসলিম হা/২৩৪২
ইমাম জাসসাস (রাহিমাহুল্লাহ) বর্ণনা করেছেন —
একজন ব্যক্তি ঠোঁটের নিচের লোম উপড়াতেন। উমর বিন আব্দুল আজিজ (রাহি) তাঁকে বললেন,
“তোমার নাম হওয়া উচিত ‘উপড়ানোওয়ালা’।”এবং তাঁর সাক্ষ্য প্রত্যাখ্যান করেন।📘 আহকামুল কুরআন; ১/৬৯২
ইমাম গাযালী (রহঃ) বলেন,
“এটি বিদআত।”📖 ইহইয়া উলুমিদ্দিন; ১/১৪৪
🕋 সমসাময়িক আলেমদের মতামত
শাইখ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন —
“ঠোঁটের নিচের চুল মুন্ডন করা জায়েজ নয়; এগুলো দাড়ির অংশ।”📚 মাজমূ‘উ ফাতাওয়া; খণ্ড ২৯, পৃষ্ঠা ৪৪
অন্যদিকে শাইখ ইবনে উসাইমীন (রাহিমাহুল্লাহ) ও শাইখ সালেহ আল-ফাওযান (হাফিজাহুল্লাহ) বলেন —
“এগুলো দাড়ির অন্তর্ভুক্ত নয়। সমস্যা না হলে না কাটাই উত্তম।”📖 লিকাউল বাবিল মাফতূহ সাক্ষাৎকার নং ৯/প্রশ্ন: ৬
💡🧠 আলোচনার সারমর্ম হলো —
ঠোঁটের নিচে দাড়ির মতো গজানো লোম কাটার বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।তবে সন্দেহজনক বিষয় এড়িয়ে চলাই উত্তম।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“যে কাজে সন্দেহ হয়, তা পরিহার করো; সন্দেহমুক্ত কাজ করো।”📖 তিরমিযী হা/২৫১৮; নাসায়ী হা/৫৭১১
✨ অতএব, না কাটাই নিরাপদ ও সুন্নাতের প্রতি সম্মানজনক।
🕊️ “বাকিটা আল্লাহই সর্বোত্তম জানেন।”
🩶 📚 সংক্ষিপ্ত ইসলামিক শিক্ষা:
| বিষয় | রায় |
|---|---|
| ঠোঁটের নিচের লোম | দাড়ির অন্তর্ভুক্ত কিনা – এ বিষয়ে মতভেদ |
| কাটা যাবে কি? | বেশিরভাগ আলেমের মতে না কাটাই উত্তম |
| হাদীসে নিষেধ আছে কি? | সরাসরি নেই, তবে দাড়ি কাটা নিষিদ্ধ |
| রাসূল ﷺ এর আমল | ঠোঁটের নিচে চুল ছিল, কাটা হয়নি |
🕌
🌿 সুন্নাত রক্ষা করা মানে শুধু দাড়ি রাখা নয়, বরং হৃদয়ে আল্লাহ ও রাসূল ﷺ-কে স্থান দেওয়া।❤️ আল্লাহ আমাদের সবাইকে সুন্নাতের পথে চলার তাওফিক দিন। আমিন।
👇 Please Subscribe Our YouTube Channel 👇

0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.