![]() |
বাঘা শাহী মসজিদ - BongoCyber Blog Post |
বাঘা শাহী মসজিদ, যা ১৫২৩ সালে নির্মিত, ৫০০ বছরের পুরনো স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এটি বাংলাদেশের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি এবং মুসলিম স্থাপত্যের অসাধারণ শৈলীর প্রতিফলন। রাজশাহী জেলা সদর থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত এই মসজিদটি সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ কর্তৃক ১৫২৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
Video Link- https://youtu.be/4MWPhcwwP6s
or,
মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি :
মসজিদের ইতিহাস:
বাঘা মসজিদ ১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এর সংস্কার করা হয়েছে।
নামকরণ:
মসজিদের নামকরণের নির্দিষ্ট কোনো ইতিহাস পাওয়া যায় না। যেহেতু এটি রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত, ধারণা করা হয় এর নামকরণ বাঘা থেকে এসেছে। এটি বাংলাদেশের শাহী আমলের মসজিদগুলোর মধ্যে অন্যতম। ৫০ টাকার নোট এবং ১০ টাকার স্মারক ডাকটিকিটে এই মসজিদের ছবি রয়েছে।
বাঘা মসজিদের বিশেষত্ব:
মসজিদটি চুন-সুরকি দিয়ে নির্মিত। এর ভেতরে ও বাইরে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে, যা পোড়ামাটির অসংখ্য কারুকাজে সজ্জিত। এই কারুকাজে আমগাছ, শাপলা ফুল ও ফার্সি খোদাইয়ের ব্যবহার দেখা যায়। মসজিদের উত্তর পাশে হজরত শাহদৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার রয়েছে।
স্থাপত্য বৈশিষ্ট্য:
বাঘা মসজিদ ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। মসজিদের আঙিনা সমতল ভূমি থেকে ৮-১০ ফুট উঁচু। মসজিদে ১০টি গম্বুজ, ৪টি মেহরাব এবং ৬টি স্তম্ভ রয়েছে। মসজিদের দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়ালের পুরুত্ব ৮ ফুট, এবং গম্বুজের ব্যাস ৪২ ফুট। মসজিদের কেন্দ্রীয় দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। পুরো মসজিদে টেরাকোটার নকশা দেখা যায়।
বাঘা মসজিদ কোন নোটে আছে?
মসজিদটি বাংলাদেশের ৫০ টাকার নোট এবং ১০ টাকার স্মারক ডাকটিকিটে আছে।
কিভাবে যাবেন:
রাজশাহী থেকে বাঘা প্রায় ৪০ কিলোমিটার দূরে। ঢাকা থেকে সড়ক, রেল, বা আকাশপথে রাজশাহী যেতে পারেন। রাজশাহী থেকে বাসে বাঘা যেতে প্রায় ৩৫-৪০ টাকা ভাড়া লাগবে। নাটোর থেকেও বাসে বাঘা মসজিদে যাওয়া যায়, ভাড়া ১৫০-২০০ টাকা।
ঢাকা থেকে বাঘা যাওয়ার উপায়:
বাস: কল্যাণপুর বা গাবতলী থেকে গ্রীন লাইন, দেশ ট্রাভেলস, শ্যামলী পরিবহনের এসি বাস রাজশাহী যায়। ভাড়া ৮০০-১০০০ টাকা।
ট্রেন: ট্রেনে নাটোর বা রাজশাহী পৌঁছে সেখান থেকে বাসে বাঘা যেতে পারবেন।
বিমান: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীতে বিমানের ব্যবস্থা রয়েছে।
BongoCyber - Unique Mobile Blogger in Bangla. Technology Tutorials, Product Reviews, Islamic Motivational Speech are here so, Let's begin the show - visit our YouTube Channel and Website Search on Google: BongoCyber
Visit Our Website: https://www.bongocyber.com
Follow Our Facebook Page: https://www.facebook.com/BongoCyber
Follow My Facebook Profile: https://www.facebook.com/khorshedraider
YouTube Channel: https://www.youtube.com/@BongoCyber
For any Help: https://www.facebook.com/groups/1402219596595287/?ref=share
Business Mail: bongocyber@gmail.com
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.