Adds

গাধা ও কুকুরের গল্প | শিক্ষনীয় গল্প | BongoCyber

প্রথম গল্প : 

বাড়িতে চোর ঢুকেছে! গাধা আর কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে, কুকুর নিশ্চয়ই চোরের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে। কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে।

গাধা ও কুকুরের গল্প - একটি শিক্ষনীয় গল্প - BongoCyber Blog


কুকুরের এই নীরবতা দেখে গাধার মনে সন্দেহ হলো। সে কুকুরের কাছে গিয়ে বলল, "ভাই, কিছু একটা করো, চোর তো গুদামের তালা ভাঙা শুরু করেছে!"


কুকুর গাধার কথায় কোনো গুরুত্ব না দিয়ে বসে রইল।

হঠাৎ গাধা লক্ষ্য করল, কুকুরের সামনে হাড় পড়ে আছে, আর তাতে মাংসও লেগে আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ কী দেখছে সে?

বাড়ির একমাত্র পাহারাদার, তার প্রিয় কুকুর, শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে! তাও আবার এমন একজন চোরের কাছ থেকে, যে বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণী! ছিঃ, ছিঃ, ছিঃ!


এদিকে, চোরেরা তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।

গাধা আর চুপ থাকতে পারল না। সে গগনবিদারী চিৎকার শুরু করল। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে দেখল, কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা লাফালাফি করছে।


মালিক ভাবল, গাধা হয়তো পাগল হয়ে গেছে বা জ্বিনে ধরেছে। তাই রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে কয়েকটা আঘাত করল। এতে গাধা খুব ব্যথিত হলো।


এখন গাধা কী করবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অথচ চোর ধরা যার দায়িত্ব, সেই কুকুর ঘুষ খেয়ে চুপ ছিল, আর গাধা অন্যের দায়িত্ব নিয়ে অপরাধী হলো।


গাধা মনে মনে ভাবল, "যে দায়িত্বশীলরা নষ্ট হয়ে যায়, তাদের জন্য কিছু করতে যাওয়াটা বোকামি।"


গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার চিন্তা এখান থেকেই শুরু।

আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি, তাদের অবস্থাও ঐ গাধার মতো। সত্য কথা বলে আমরা অপরাধী হচ্ছি, আর কুকুরেরা ঘুষ খেয়ে কোটি কোটি টাকা নিয়ে পালাচ্ছে।


চোর আর কুকুরের এই আঁতাত যতদিন থাকবে, আমাদের মতো গাধাদের চোখ বুজে সব সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

তবে এ কথাও সত্য, চোরের দশদিন, সাধুর একদিন। পাপ কখনও বাপকেও ছেড়ে কথা বলে না।

সাথে থাকুন - BongoCyber Blog Post


দ্বিতীয় গল্প :

একটি গ্রামে একটি গাধা ও একটি কুকুর একসাথে বাস করত। তারা একই বাড়িতে থাকলেও তাদের জীবনযাপন ছিল একেবারেই ভিন্ন। গাধা সারাদিন পরিশ্রম করত, তার বিশ্রামের সময় ছিল খুবই কম। অন্যদিকে, কুকুরটি আরাম করে দিন কাটাত, কারণ সে ছিল বাড়ির পাহারাদার। ফলে তার খাওয়া-দাওয়া এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় থাকত।


একদিন গাধা কুকুরের আরামদায়ক জীবন দেখে দুঃখিত হয়ে পড়ল। সে ভাবল, "আমি সারাদিন খেটে মরি, অথচ কুকুর কিছুই করে না, তবু ভালো খাবার পায় এবং বিশ্রাম করতে পারে। এটা কি ঠিক?" তখন গাধা সিদ্ধান্ত নিল, সে আর কাজ করবে না, কুকুরের মতো জীবন যাপন করবে।


পরের দিন, মালিক গাধাকে মাঠে কাজ করতে নিতে এলে গাধা অস্বীকৃতি জানাল। মালিক অনেক বোঝালেও, গাধা কিছুতেই কাজে মন দিল না।


অন্যদিকে, কুকুরটি দেখল, গাধা কাজ না করে তার মতো বিশ্রাম নিচ্ছে। কিন্তু এতে মালিক রেগে গেল। সে বুঝতে পারল, গাধা তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। তাই মালিক গাধাকে শাস্তি দিল এবং কুকুরকে বলল, "তুমি তোমার কাজ ঠিকভাবে করছো, এভাবেই থাকো। প্রত্যেকের নিজস্ব কাজ আছে, আর সেই কাজগুলোই গুরুত্বপূর্ণ।"


গল্পটি আমাদের শেখায় যে, জীবনে প্রত্যেকের নিজস্ব ভূমিকা ও দায়িত্ব রয়েছে। গাধার কাজ পরিশ্রম করা, আর কুকুরের কাজ পাহারা দেওয়া। অন্যের জীবন দেখে ঈর্ষা করা বা অনুকরণ করার চেয়ে, নিজের কাজকে গুরুত্ব দিয়ে তা সঠিকভাবে পালন করা উচিত। কারণ, প্রত্যেকে নিজের কাজ ঠিকভাবে করলে তবেই সমাজ বা পরিবার সুষ্ঠুভাবে চলবে।

👇 Please Subscribe Our YouTube Channel 👇

Post a Comment

0 Comments