![]() |
যে সকল বোন দ্বীনদার ছেলে বিয়ে করতে চান তাদের জন্য |
বিয়ের আগে কিভাবে দ্বীনদার স্বামী বাছাই করবেন তার প্রাথমিক উপায় জেনে নিন :
প্রথমেই নজর দিন পাত্রের মুখমণ্ডলের দিকে – তিনি কি সত্যিই পুরুষ নাকি সীমিত আকারে মহিলা? 👀
মুখে কি সুন্নাতি দাঁড়ি আছে, নাকি মডেলিং স্টাইলে দাঁড়ি, অথবা একেবারে ক্লিন শেভ? 🧔✂️
তারপর দেখুন তার পরিধানের পোশাক। প্যান্ট বা পায়জামা টাখনুর উপরে পড়েছে কি না, নাকি নারীদের মতো টাখনুর নিচে পড়ে পর্দা করছেন? 👖👗
যদি টাখনুর উপরে পড়ে থাকে, তাহলে বাম পায়ের গোড়ালির দিকে নজর দিন। যারা নিয়মিত নামাজ আদায় করে, তাদের বাম পায়ের গোড়ালিতে কালো দাগ থাকে—এটি প্রমাণিত। 🦶🕌
অথবা সরাসরি নামাজের বিষয়ে প্রশ্ন করতে পারেন। প্রতিদিন সকালে কয়টার সময় ঘুম থেকে ওঠেন? যদি তিনি নামাজি হন, তাহলে ভোরে ঘুম থেকে ওঠার কথা এবং নিয়মিত ফজরের নামাজ পড়ার সম্ভাবনা থাকে। 🌅🕋
এরপর জিজ্ঞাসা করুন, কাবিনের টাকা সে নগদ পরিশোধ করবে, নাকি বাসর রাতে বউয়ের হাত-পা ধরে মাফ চাইবে? 💸💍 আমাদের নবী (সা.) দেনমোহর পরিশোধ ছাড়া কোনো বিয়ে দেননি, তাই এটি পরিশোধ করা ফরজ। 🕊️
প্রথম দেখায় এই বিষয়গুলো বিবেচনা করে বুঝতে পারবেন, পাত্র কতটা দ্বীনদার। এরপর তার এলাকার মানুষজনের কাছে খবর নিন, বিশেষ করে যে মসজিদটি তার বাড়ির কাছে, সেই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করুন। ইমাম সাহেব যা জানবেন, সত্যটাই বলবেন। ✨
অভিভাবকদের প্রতি অনুরোধ, শুধু টাকা দেখে মেয়ে বিয়ে দেবেন না। দেখুন, ছেলেটির আচার-ব্যবহার কেমন। 💡
বর্তমানে ভাত-কাপড়ের অভাবে কেউ মরে না, বরং কিছু অমানুষের অত্যাচারে মরে। প্রায় প্রতিদিনই ফেসবুকে দেখা যায়, মেয়ের বাড়ি থেকে কিছু না পেয়ে মেয়েটির ওপর অত্যাচার করা হয়। শেষ পর্যন্ত মেয়েটিকে মেরে ফেলা হয়, আর বলে দেওয়া হয়, সে আত্মহত্যা করেছে। 😢
এভাবে বিভিন্ন কারণে ডিভোর্স পর্যন্ত গড়ায়। হাজারো মেয়ে অত্যাচার সহ্য করে বেঁচে আছে। আবার, স্বামীর টাকা থাকতে পারে, কিন্তু চরিত্র ভালো না হলে বউ প্রতিবাদ করলেই অত্যাচার শুরু হয়। 😔
তাই, শুধু টাকা আর চাকরি দেখে মেয়ে বিয়ে দেবেন না। 🙏
🌺 আর বোনদের বলি, হে বোন, তুমি দ্বীনদার, তাক্বওয়াকারী, বিনয়ী, হালাল উপার্জনকারী ছেলেকে বিয়ে করো, নচেৎ লাঞ্ছিত হবে।
হে আল্লাহ, আমাদের সকল অবিবাহিত বোনদের দ্বীনদার পাত্র মিলিয়ে দিন। আমিন 🤲 BongoCyber Blog Post
👇 Please Subscribe Our YouTube Channel 👇
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.