Adds

মাত্র দুটো হাদিস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ্ | BongoCyber

মাত্র দুটো হাদিস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে, ইনশাআল্লাহ্।
মাত্র দুটো হাদিস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে, ইনশাআল্লাহ্।


🕋 হাদিসে কুদসি: আল্লাহ্ তা'আলা আমাদের বলছেন

> "হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি (অন্যান্য কাজ হতে) অবসর হও 🕰️ এবং ইবাদতে মন দাও 🙏, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব 💖 এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব 💰। আর যদি তা না কর, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব 🏃‍♂️ এবং তোমার অভাব কখনোই দূর করব না ❌।"

— [তিরমিযি: ২৬৫৪, ইবনে মাজাহ: ৪১০৭ (সহিহ)]


💭 জীবনের বাস্তবতা

দুনিয়াতে এমন কেউ নেই যে এই জীবন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট 🫤 কিংবা যার মন সর্বদা প্রফুল্ল থাকে 😊। প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো দিক থেকে হতাশা ও ডিপ্রেশন অনুভব করছে 😔, কেউ কেউ নীরবে চোখের পানি ঝরাচ্ছে 😢।


কিন্তু এমন কিছু মানুষ আছেন, যারা দুনিয়ার না-পাওয়ার কষ্টের মাঝেও অন্তরে প্রশান্তি নিয়ে জীবন কাটাচ্ছেন 🌸। তারা কারা?


সেই ভাগ্যবানদের পরিচয়

তারা হলো সেইসব মানুষ, যারা আল্লাহর আনুগত্যে দিনাতিপাত করছে 🕋, সর্বাবস্থায় সবরের উপর অটল থাকছে 🧘‍♂️, এবং আখিরাতে উত্তম পুরস্কারের প্রত্যাশা করছে 🌅।


📜 রাসূলুল্লাহ ﷺ এর বাণী

> "যার জীবনের চিন্তা (লক্ষ্য) হবে আখিরাত 🌠, আল্লাহ্ তার অন্তরে সচ্ছলতা দিবেন 💫, তার কর্মকাণ্ড গুছিয়ে দিবেন 📋 এবং দুনিয়া (নেয়ামত) বাধ্য হয়ে তার নিকট আসবে 🏆। আর যার চিন্তা (লক্ষ্য) হবে দুনিয়া 🌍, আল্লাহ্ তার দুচোখের মাঝে দারিদ্র রেখে দিবেন 😣, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দিবেন 😵 এবং দুনিয়া থেকে সে ততটুকুই অর্জন করবে, যা তার জন্য পূর্বনির্ধারিত।"

— [তিরমিযি: ২৪৬৫, সিলসিলা সহিহাহ: ৯৪৯-৯৫০ (সহিহ)]


🔑 জীবন নিয়ে চিন্তা-ভাবনা

আখিরাতকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখুন 🕌।


😔 ডিপ্রেশনে আছেন? সুখ দরকার?

এই নিন প্রেসক্রিপশন 💊। উপরের দুটি হাদিসের উপর কিছুদিন আমল করে দেখুন ⏳। এরপর নিজেই বুঝতে পারবেন, আল্লাহ্ এবং তাঁর রাসূল ﷺ আমাদের জন্য কত সহজ সমাধান বাতলে দিয়েছেন 🕋।


🛒 সহজ একটি হিসাব

আমরা যখন পণ্য কিনতে যাই, কোথায় যাই? সেখানে যাই, যেখানে পণ্য পাওয়া যায় 🏪।


🕊️ সুখ-শান্তির মালিক কে?

এবার বলুন, সুখ-শান্তির মালিক কে? আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা ☝️। সুতরাং, শান্তির জন্য তাঁর কাছেই ফিরে আসতে হবে 🕋।


এটিই চূড়ান্ত কথা 🏁। আপনি যত পথ বা পন্থাই অনুসরণ করুন না কেন, সাময়িক ফূর্তি পেলেও 🥳 দিনশেষে আপনি একাই হয়ে যাবেন 😔। ডিপ্রেশন আপনাকে ধরবেই।


🔑 সমাধান

ফিরে আসুন আল্লাহর দিকে 🌿। তিনি ব্যতীত আমাদের সত্যিকারের আপন বলতে আর কেউ নেই ❤️।


Assalamualikum, BongoCyber Blog Post - We are a team of content creators. We bring you important, useful video messages as soon as possible. Visit our YouTube Channel and Website.

👇 Please Subscribe Our YouTube Channel 👇

Post a Comment

0 Comments