Adds

ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এর বিখ্যাত উক্তি এবং তার পরিচয় | BongoCyber

আজ আপনাদের শোনাবো উম্মাহর একজন বিশিষ্ট স্কলার, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কিছু কাহিনী।

ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এর বিখ্যাত উক্তি এবং তার পরিচয়

ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এর বিখ্যাত উক্তি  | BongoCyber 

🌟 ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ: একজন মহান স্কলার

ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ছিলেন জগদ্বিখ্যাত মুসলিম ইমাম ও স্কলারদের অন্যতম ✨। তাঁর পুরো নাম ছিল তাকীউদ্দীন আবুল আব্বাস আহমাদ ইবনু আবদুল হালীম ইবনু আব্দুস সালাম আল-হাররানী 📝।


‘ইবনু তাইমিয়া’ নামে তিনি জগৎজোড়া খ্যাতি অর্জন করেন 🌍। দীনী জ্ঞানের প্রায় প্রত্যেক শাখায় তাঁর ছিল অবাধ বিচরণ 📚—উলূমুল কুরআন, উলূমুল হাদীস, ফিকহ, উসূলুল ফিকহ, আকীদা, যুক্তিশাস্ত্রসহ আরো বহু শাখায় তিনি বিজ্ঞজনের মতো বক্তব্য রেখেছেন এবং কলম চালিয়েছেন ✍️।


🛑 বিভ্রান্তির বিরুদ্ধে তাঁর সংগ্রাম

যে সকল শাখায় মানুষের মধ্যে প্রবল বিভ্রান্তি ছিল—যেমন দর্শন, তর্কশাস্ত্র ও কালামশাস্ত্র 🧠—তিনি সেইসব ক্ষেত্রে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন 📖। সালাফে সালেহীনের আকীদা ও দীনের মৌলিক নীতিমালা অনুসরণ করে তিনি উম্মাহকে সঠিক পথে পরিচালিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন 🌿। তাঁর প্রতিটি বক্তব্যের পক্ষে তিনি কুরআন ও সুন্নাহ থেকে দলীল পেশ করেছেন 📜।


জীবনকাল

জন্ম: ৬৬১ হিজরী, দক্ষিণ-পূর্ব তুরস্কের হাররান শহরে 🏞️।

ইন্তেকাল: ৭২৮ হিজরী, দামেস্কের কারাপ্রকোষ্ঠে বন্দী অবস্থায়, প্রায় ৬৭ বছর বয়সে 😔।


💡 তাঁর ছাত্রদের ভাষায়

তাঁর অগাধ জ্ঞান, পাণ্ডিত্য ও মেধা সম্পর্কে তাঁর ছাত্র ইমাম যাহাবী বলেন,


> “গ্রন্থের উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে আমি তাঁর চেয়ে বেশি স্মরণশক্তি সম্পন্ন কাউকে দেখিনি।”

তাঁর স্মৃতিশক্তি ছিল অসাধারণ এবং তিনি ছিলেন উম্মাহর সবচেয়ে প্রাজ্ঞ আলেমদের একজন 🎓।


📝 ইমাম ইবনু তাইমিয়ার চমৎকার উক্তি

> الهجر الجميل : هجر بلا أذى

والصفح الجميل : صفح بلا عتاب

والصبر الجميل : صبر بلا شكوى.

"সুন্দর বর্জন হলো, কষ্ট ছাড়া বর্জন করা।
সুন্দর ক্ষমা হলো, ভর্ৎসনা না করে ক্ষমা করা।
আর সুন্দর সবর হলো, অভিযোগ না করে ধৈর্য ধারণ করা।"
সূত্র: কিতাবু মাজমূ‘আতির রাসায়েল ওয়াল মাসায়েল লি ইবনু তাইমিয়া, পৃষ্ঠা ২

👉 ভালো লাগলে পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহ খায়রান ❤️

👇 Please Subscribe Our YouTube Channel 👇

Post a Comment

0 Comments