আজ আপনাদের শোনাবো উম্মাহর একজন বিশিষ্ট স্কলার, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কিছু কাহিনী।
![]() |
ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এর বিখ্যাত উক্তি | BongoCyber |
🌟 ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ: একজন মহান স্কলার
ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ছিলেন জগদ্বিখ্যাত মুসলিম ইমাম ও স্কলারদের অন্যতম ✨। তাঁর পুরো নাম ছিল তাকীউদ্দীন আবুল আব্বাস আহমাদ ইবনু আবদুল হালীম ইবনু আব্দুস সালাম আল-হাররানী 📝।
‘ইবনু তাইমিয়া’ নামে তিনি জগৎজোড়া খ্যাতি অর্জন করেন 🌍। দীনী জ্ঞানের প্রায় প্রত্যেক শাখায় তাঁর ছিল অবাধ বিচরণ 📚—উলূমুল কুরআন, উলূমুল হাদীস, ফিকহ, উসূলুল ফিকহ, আকীদা, যুক্তিশাস্ত্রসহ আরো বহু শাখায় তিনি বিজ্ঞজনের মতো বক্তব্য রেখেছেন এবং কলম চালিয়েছেন ✍️।
🛑 বিভ্রান্তির বিরুদ্ধে তাঁর সংগ্রাম
যে সকল শাখায় মানুষের মধ্যে প্রবল বিভ্রান্তি ছিল—যেমন দর্শন, তর্কশাস্ত্র ও কালামশাস্ত্র 🧠—তিনি সেইসব ক্ষেত্রে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন 📖। সালাফে সালেহীনের আকীদা ও দীনের মৌলিক নীতিমালা অনুসরণ করে তিনি উম্মাহকে সঠিক পথে পরিচালিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন 🌿। তাঁর প্রতিটি বক্তব্যের পক্ষে তিনি কুরআন ও সুন্নাহ থেকে দলীল পেশ করেছেন 📜।
⏳ জীবনকাল
জন্ম: ৬৬১ হিজরী, দক্ষিণ-পূর্ব তুরস্কের হাররান শহরে 🏞️।
ইন্তেকাল: ৭২৮ হিজরী, দামেস্কের কারাপ্রকোষ্ঠে বন্দী অবস্থায়, প্রায় ৬৭ বছর বয়সে 😔।
💡 তাঁর ছাত্রদের ভাষায়
তাঁর অগাধ জ্ঞান, পাণ্ডিত্য ও মেধা সম্পর্কে তাঁর ছাত্র ইমাম যাহাবী বলেন,
> “গ্রন্থের উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে আমি তাঁর চেয়ে বেশি স্মরণশক্তি সম্পন্ন কাউকে দেখিনি।”
তাঁর স্মৃতিশক্তি ছিল অসাধারণ এবং তিনি ছিলেন উম্মাহর সবচেয়ে প্রাজ্ঞ আলেমদের একজন 🎓।
📝 ইমাম ইবনু তাইমিয়ার চমৎকার উক্তি
> الهجر الجميل : هجر بلا أذى
والصفح الجميل : صفح بلا عتاب
والصبر الجميل : صبر بلا شكوى.
"সুন্দর বর্জন হলো, কষ্ট ছাড়া বর্জন করা।
সুন্দর ক্ষমা হলো, ভর্ৎসনা না করে ক্ষমা করা।
আর সুন্দর সবর হলো, অভিযোগ না করে ধৈর্য ধারণ করা।"
সূত্র: কিতাবু মাজমূ‘আতির রাসায়েল ওয়াল মাসায়েল লি ইবনু তাইমিয়া, পৃষ্ঠা ২
👉 ভালো লাগলে পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহ খায়রান ❤️
👇 Please Subscribe Our YouTube Channel 👇
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.