২. বিদ'আত 🚫
যদি মানুষ শির্ক-কুফর না করে, শয়তান চেষ্টা করে তাকে বিদ'আত (ধর্মে নতুন কিছুর সংযোজন) করাতে। বিদ'আত শয়তানের কাছে পাপের চেয়ে বেশি প্রিয়, কারণ যারা বিদ'আত করে তারা তা নেকি মনে করে ❌। বিদ'আতের পরিণতিও জাহান্নাম 😓।
৩. কবীরাহ গুনাহ ⚠️
যদি বিদ'আতেও ব্যর্থ হয়, শয়তান বান্দাকে বড় গুনাহ করানোর চেষ্টা করে। যেমন: সুদ, ঘুষ, মদ পান, জেনা (ব্যভিচার), চুরি এবং মিথ্যা বলা।
৪. সগীরাহ গুনাহ ❗
যদি বান্দা বড় গুনাহ থেকেও বেঁচে যায়, তখন শয়তান তাকে ছোট গুনাহ করাতে চেষ্টা করে।
৫. মুবাহ কাজে ব্যস্ততা ⏳
যদি বান্দা ছোট গুনাহও না করে, তখন শয়তান তাকে মুবাহ কাজে (যা করলে সওয়াব নেই, না করলেও গুনাহ নেই) ব্যস্ত রাখে।
৬. কম গুরুত্বপূর্ণ কাজ 💡
যদি শয়তান মুবাহ কাজেও সফল না হয়, তখন সে বান্দাকে দু'টি ভালো কাজের মধ্যে কম নেকির বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত করে রাখে, যেন বেশি গুরুত্বপূর্ণ কাজটি করা না হয়।
ইমাম ইবনুল কায়্যিম (রাহিমাহুল্লাহ) এই ৬টি স্তর চিহ্নিত করেছেন।
➡️ আমাদের দেখা উচিত, আমরা শয়তানের কোন স্তরে আছি, এবং সেই স্তরসহ সব ধরণের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। আমীন 🤲
👇 Please Subscribe Our YouTube Channel 👇
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.