Adds

নতুন ফেতনা: ইসলামের নামে প্রাপ্তবয়স্ক নারীদের কোরআন তেলাওয়াত বা গজল প্রদর্শন হারাম! বিস্তারিত জানুন

প্রাপ্তবয়স্ক নারী বা এর নিকটবর্তী নারীদের তিলাওয়াত বা গজল ফেসবুক, ইউটিউবে আপলোড করা এবং ইসলামের নামে তাদের প্রদর্শন করানো সম্পূর্ণ হারাম এবং চরম ঘৃণিত কাজ। এই কাজ বৈধ করার চেষ্টা করলে ইমানের ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে পারেন।


নতুন ফেতনা: ইসলামের নামে প্রাপ্তবয়স্ক নারীদের কোরআন তেলাওয়াত বা গজল প্রদর্শন হারাম! বিস্তারিত জানুন
নতুন ফেতনা: ইসলামের নামে প্রাপ্তবয়স্ক নারীদের কোরআন তেলাওয়াত বা গজল প্রদর্শন হারাম! বিস্তারিত জানুন

⚠️ নতুন ফেতনা! ⚠️

অনেক মাদ্রাসার মেয়েদের দেখা যায় বিভিন্ন কুরআন তিলাওয়াতের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।


এখানে আবার বড় বড় মাওলানা এবং মুহাদ্দিসরাও থাকে। তারা কি এই আয়াত পড়ে না?


নতুন ফেতনা: ইসলামের নামে প্রাপ্তবয়স্ক নারীদের কোরআন তেলাওয়াত বা গজল প্রদর্শন হারাম! বিস্তারিত জানুন
নতুন ফেতনা: ইসলামের নামে প্রাপ্তবয়স্ক নারীদের কোরআন তেলাওয়াত বা গজল প্রদর্শন হারাম! বিস্তারিত জানুন


🔹 আল্লাহ তায়া'লা স্পষ্টভাবে হারাম করেছেন নারীদের কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনা।


এ কারণেই রাসূল (সাঃ) বলেছেন—

জাহান্নাম উদ্ভোদন করা হবে এক শ্রেণির পথভ্রষ্ট আলেম দিয়ে।

ওলামারা মেয়েদেরকে এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা বন্ধ করুন। কারণ, এই স্লোগান তোস্লিমা নাসরিনের ছিল।

মেয়েদেরকে এইভাবে এগিয়ে নিতে চাইলে, জাহান্নামের দিক ছাড়া আর কোনো দিক পাবেন না 😥


🛐 আল্লাহ আমাদের সকল ভাইদেরকে মেয়েদের ফেতনা থেকে হেফাজত করুন। আমিন।


🔒 প্রাপ্তবয়স্ক মেয়ে বা প্রাপ্তবয়স্ক হওয়ার নিকটবর্তী মেয়েদের গজল গাওয়া যেমন জায়েজ নেই, তেমনি গায়রে মাহরামের জন্য এসব মেয়েদের গজল শোনাও জায়েজ নয়।


يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا [٣٣:٣٢



🕌 হে নবী পত্নীগণ!

তোমরা অন্য নারীদের মতো নও; যদি আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সামনে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। এতে যার অন্তরে ব্যাধি রয়েছে, সে আকৃষ্ট হবে।

🗣️ বরং সঙ্গত কথাবার্তা বলো।

📖 [সূরা আহযাব - ৩২]


وَاسْتَفْتَتْهُ جَارِيَةٌ شَابَّةٌ مِنْ خَثْعَمٍ، فَقَالَتْ: إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ قَدْ أَدْرَكَتْهُ فَرِيضَةُ اللهِ فِي الحَجِّ، أَفَيُجْزِئُ أَنْ أَحُجَّ عَنْهُ؟ قَالَ: حُجِّي عَنْ أَبِيكِ. قَالَ: وَلَوَى عُنُقَ الفَضْلِ، فَقَالَ العَبَّاسُ: يَا رَسُولَ اللهِ، لِمَ لَوَيْتَ عُنُقَ ابْنِ عَمِّكَ؟ قَالَ: رَأَيْتُ شَابًّا وَشَابَّةً فَلَمْ آمَنِ الشَّيْطَانَ عَلَيْهِمَا. 


🕌 (হযরত আলী রাঃ থেকে বর্ণিত)

এক যুবতী খাসআম গোত্রের এসে রাসূল (সাঃ) কে ফাতওয়া জিজ্ঞাসা করল:

"আমার বাবা খুবই বৃদ্ধ, আল্লাহর নির্ধারিত হাজ্জ তার উপর ফরয হয়েছে। আমি তার পক্ষ থেকে হাজ্জ আদায় করলে, তা কি যথেষ্ট হবে?"

💬 রাসূল (সাঃ) বললেন: "হ্যাঁ, তোমার বাবার পক্ষ থেকে হাজ আদায় কর।"


❗ এরপর তিনি ফাযলের ঘাড় ঘুরিয়ে দিলেন

🗣️ আব্বাস (রাঃ) জিজ্ঞাসা করলেন: "হে আল্লাহর রাসূল! কেন ঘাড় ঘুরালেন?"


রাসূল (সাঃ) বললেন:

"আমি যুবক-যুবতীকে একসাথে দেখেছি এবং তাদের শয়তানের প্রলোভন থেকে নিরাপদ মনে করিনি।"

📜 [সুনানে তিরমিজী, হাদীস নং-৮৮৫]


قوله: “إن صوتها عورة” هو ما في النوازل وجرى عليه في المحيط والكافي حيث عللا عدم جهرها بالتلبية


🔇 নারীর কণ্ঠ আউরাত (গোপনীয় বিষয়)— নওয়াজেল গ্রন্থে এবং অন্যান্য ফিকাহ গ্রন্থে উল্লেখ রয়েছে যে, নারীরা তলবিয়া জোরে বলতে পারবেন না।


👉 শেয়ার করুন এবং সতর্ক করুন! 📢 BongoCyber Blog Post

👇 Please Subscribe Our YouTube Channel 👇

Post a Comment

0 Comments