ইন্টারনেটের জগতে বিজ্ঞান ও বহির্বিশ্বের বিভিন্ন তথ্য সম্পর্কে জানুন। সাধারণ জ্ঞানের এই পোস্টে অজানা তথ্য ও কৌতূহল উদ্দীপক বিষয় তুলে ধরা হয়েছে।
![]() |
ইন্টারনেট: বিজ্ঞান ও বহির্বিশ্বের সাধারণ জ্ঞান | অজানা তথ্য জানুন! | BongoCyber Blog Post |
১. 🌐 Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২. 📧 Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩. ✉️ Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪. 🔍 Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫. 📱 Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬. 🎥 YouTube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭. 🐦 Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮. 🌍 বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে।
৯. 🇧🇩 বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।
🔟 🇧🇩 বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১. 📶 বাংলাদেশে 3G চালু হয় 14 OCTOBER, 2012।
১২. 💻 বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620", যা স্থাপিত হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ১৯৬৪ সালে।
১৩. 🌊 ২১ মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
১৪. 🧬 বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেন মহিষের।
১৫. 🌾 ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম।
১৬. 💻 ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন, তার নাম "অসবর্ন-১"।
১৭. 🏛️ বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮. 🗣️ বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় ২৮ ফেব্রুয়ারি, ২০১৩।
১৯. 📱 বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস)‘ কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপের নাম "দোয়েল"।
২০. 📻 জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে ২১ ফেব্রুয়ারি, ২০১৩।
২১. 🔍 বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন ‘‘পিপীলিকা‘‘ উদ্বোধন করা হয় ১৩ এপ্রিল, ২০১৩।
২২. ⚡ বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >> June, 2009, Banglalion।
২৩. ☕ বাংলাদেশে কবে, কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে, বনানীতে।
২৪. 📞 বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
২৫. 📞 বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় ৪ জানুয়ারী, ১৯৯০।
২৬. 📞 বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালু হয় ১৯৯২ সালে।
২৭. 🌟 প্রথম ডিজিটাল জেলা যশোর।
২৮. 🌐 প্রথম ওয়াইফাই নগর সিলেট।
২৯. 💻 সাইবার সিটি সিলেট।
৩০. 📞 প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর, রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format 🖼️
=> BMP এর পূর্ণরূপ — Bitmap 🖊️
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group 📸
=> PNG এর পূর্ণরূপ — Portable Network 🌐
=> Wi-Fi এর পূর্ণরূপ — Wireless Fidelity 📶
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol 🔗
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure 🔒
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator 🌍
=> IP এর পূর্ণরূপ — Internet Protocol 💻
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized ⚠️
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System 📱
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming ⏱️
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave 🎥
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File 📦
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec 🎶
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor ☕
=> JAR এর পূর্ণরূপ — Java Archive 📂
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player III 🎵
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project 🌐
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project 📽️
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file 🎬
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module 📇
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation 📶
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication 🌏
=> CDMA এর পূর্ণরূপ — Code Division Multiple Access 🔄
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding 🎧
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash ⚡
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video 💻
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio 🎤
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio 🎼
1. GOOGLE : Global Organization Of Oriented Group Language Of Earth 🌍
2. YAHOO : Yet Another Hierarchical Officious Oracle 🔮
3. WINDOW : Wide Interactive Network Development for Office work Solution 🖥️
4. COMPUTER : Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research 💡
5. VIRUS : Vital Information Resources Under Siege 🚨
6. UMTS : Universal Mobile Telecommunications System 📲
7. AMOLED : Active-matrix Organic Light-Emitting Diode 💡
8. OLED : Organic Light-Emitting Diode ✨
9. IMEI : International Mobile Equipment Identity 🌐
10. ESN : Electronic Serial Number 🔢
11. UPS : Uninterrupted Power Supply ⚡
12. HDMI : High-Definition Multimedia Interface 🎥
13. VPN : Virtual Private Network 🔒
14. APN : Access Point Name 📍
15. SIM : Subscriber Identity Module 🆔
16. LED : Light Emitting Diode 💡
17. DLNA : Digital Living Network Alliance 🌐
18. RAM : Random Access Memory ⚡
19. ROM : Read Only Memory 📖
20. VGA : Video Graphics Array 🖥️
21. QVGA : Quarter Video Graphics Array 📊
22. WVGA : Wide Video Graphics Array 📽️
23. WXGA : Wide Screen Extended Graphics Array 🖥️
24. USB : Universal Serial Bus 🔌
25. WLAN : Wireless Local Area Network 📶
26. PPI : Pixels Per Inch 🖼️
27. LCD : Liquid Crystal Display 🖥️
28. HSDPA : High Speed Down-link Packet Access 📈
29. HSUPA : High-Speed Uplink Packet Access 📡
30. HSPA : High Speed Packet Access 🚀
👇 Please Subscribe Our YouTube Channel 👇
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.