😱 যার নামে বান মারা হয়, ওই জীবন্ত মানুষটি আস্তে আস্তে মারা যাবে এর প্রভাবে। নাউজুবিল্লাহ।
📜 নবীজি (স) এর কথা:
নবীজি (স) বলেছেন: “যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে, তারা ঈমান নিয়ে মরতে পারবেনা।”
🤔 কিভাবে যাচাই করবেন, আপনি কি যাদুগ্রস্থ?
এই পোস্টটি তাদের জন্য উপকারী হবে। নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে কতগুলো লক্ষণ রয়েছে:
1. 👁️ চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা।
2. 🌡️ কোন কারণ ছাড়াই শরীর গরম থাকা।
3. 💔 ব্যাকপেইন, বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা।
4. 🚺 (মহিলাদের ক্ষেত্রে) অনিয়মিত মাসিক; (পুরুষদের ক্ষেত্রে) প্রস্রাবে ইনফেকশন।
5. 🤕 প্রায়সময় পেট ব্যথা থাকা।
6. 🏥 দীর্ঘদিন চিকিৎসা করেও কোন রোগ ভালো না হওয়া।
7. 😣 তীব্র মাথা ব্যথা, ঔষধ খেয়েও তেমন লাভ হয়না।
8. 😡 হঠাৎ করে কারো প্রতি তীব্র ঘৃণা বা তীব্র ভালোলাগা অনুভব হওয়া।
9. 🏡 পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা।
10. 🌙 বিকেল থেকে রাত পর্যন্ত অস্বস্তিতে ভুগা অথবা মেজাজ খারাপ থাকা।
11. 🏃♂️ কোন কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া।
12. 🤕 শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা হওয়া।
13. 😴 ঠিকমত ঘুমাতে না পারা। ঘুমালে ভয়ংকর স্বপ্ন দেখা।
14. 🚗 স্বপ্নে কোন গাড়ি বা প্রাণিকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা (যেমন: কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ)।
15. 🏜️ স্বপ্নে কোন ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।
16. 🌊 স্বপ্নে বিভিন্ন যায়গায় পানি দেখা (যেমন: সাগর, নদী, পুকুর, ইত্যাদি)।
17. 🔥 স্বপ্নে ঘনঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা।
18. 🦅 স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা কোন পাখি অথবা বড় গাছ দেখা।
🤲 যদি এসব লক্ষণ মিলে যায়: তাহলে ভেবে নিন, আপনি যাদুগ্রস্ত।
এখন করণীয়: হাত 🤲 এমনভাবে করে শুরা ইখলাস, সূরা নাস, এবং সূরা ফালাক এই তিনটি সূরা একসাথে ৩ বার পড়ে হাত দিয়ে ফু দিয়ে সারা শরীরে মুছে দিন। এতে সকল প্রকার জাদু, বান, এবং জ্বীনের দৃষ্টি থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, ইনশা আল্লাহ ❤️।
🔖 মুহাম্মাদ (স) যখন বান মারা হয়েছিল, তখন এই ৩টি সূরা নাজিল হয়, এবং এইভাবে পড়ার ফলে তিনি বান থেকে রক্ষা পেয়েছিলেন।
👉 দয়া করে শেয়ার করুন অন্যদের কালো জাদু থেকে বাঁচার সাহায্য করুন।
👇 Please Subscribe Our YouTube Channel 👇
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.