Adds

মহিলাদের জুতা পরার আদব | নারিদের উচা বা হাই হিল জুতা পরা জায়েজ কি? Life of Islam

মহিলাদের জুতা পরার আদব | নারিদের উচা বা হাই হিল জুতা পরা জায়েজ কি? Life of Islam

নারীদের উঁচু জুতা পরা জায়েজ নেই।

জুতার আদবঃ

মহিলাদের জন্য হিল তোলা জুতা ব্যবহার বৈধ নয়। বিশেষ করে পেনসিল হিল জুতা মুসলিম মহিলাদের জন্য পরাই উচিত নয়।


হাই হিল জুতা পরা একাধিক কারণে নিষিদ্ধঃ


 (ক) নিজেকে লম্বা দেখাবার উদ্দেশ্যে এই জুতা পরার মানে হল, আল্লাহর সৃষ্টি আকৃতির ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ।


 (খ) লম্বা ও উঁচু দেখানোর উদ্দেশ্যে পরলে লোককে ধোকা দেওয়া হয়।


 (গ) এই জুতা পরে মহিলার পড়ে যাওয়ার আশঙ্কা খুব বেশী থাকে। আর যদি কোন লোকমাঝে পড়ে, তাহলে তার উপর হাততালি ও উপহাসের পাথর বর্ষণ করা হয়। আর বেকায়দায় বা খারাপ জায়গায় পড়লে বেপর্দা হয় অথবা দেহে আঘাত খায়।


 (ঘ) এই জুতা পরে আকর্ষণীয় আওয়াজ এবং চলনে দৃষ্টি-আকর্ষী আজব ভঙ্গিমা সৃষ্টি হয়। তাতে পুরুষের দৃষ্টি ও মন আকৃষ্ট ও প্রলুব্ধ হয়।[1]


 (ঙ) এই জুতা পরলে পশ্চিমা নারীদের সাদৃশ্য অবলম্বন করা হয়।


 (চ) এই জুতা পরে মনে মনে গর্ব ও অহংকার সৃষ্টি হতে পারে।


 (ছ) এই জুতা পরে স্বাস্থ্যগত অনেক ক্ষতির আশঙ্কা আছে। যেমনঃ পিঠে ব্যথা হয়, পায়ের রলার পেশী শক্ত হয়ে যায় ইত্যাদি।


আসলে এই শ্রেণীর দৃষ্টি ও মন আকর্ষনীয় জুতা পরে যে মহিলা প্রদর্শন করে বেড়ায়, সে আসলে সেই মহিলাদের দলভুক্ত হতে পারে, যাদের সম্পর্কে।


 রাসুল (সাঃ) বলেছেন, ‘‘--এরা (পর পুরুষকে নিজের প্রতি) আকৃষ্ট করবে এবং নিজেরাও (তার প্রতি) আকৃষ্ট হবে; তাদের মাথা হবে হিলে যাওয়া উটের কুজের মত। তারা জান্নাত প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না। অথচ তার সুগন্ধ এত-এত দূরবর্তী স্থান হতে পাওয়া যাবে।


অতএব ঐ শ্রেণীর অন্ধ মেয়েরা দৃষ্টি ফিরে পাবে কি?


ফুটনোটঃ [1]. ইলা রাববাতিল খুদূর, আবু আনাস আলী ৮৬পৃঃ

[2]. মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২১২৮

ইসলামের স্বার্থে শেয়ার করুন। 

BongoCyber - Unique Mobile Blogger in Bangla. Technology Tutorials, Product Reviews, Islamic Motivational Speech are here so, Let's begin the show - visit our website and YouTube Channel.

Visit Our Website:  https://www.bongocyber.com
Follow Our Facebook Page: https://www.facebook.com/BongoCyber
Follow My Facebook Profile: https://www.facebook.com/khorshedraider
YouTube: https://www.youtube.com/@BongoCyber
For any Help: https://www.facebook.com/groups/1402219596595287/?ref=share
Business Mail: bongocyber@gmail.com



Post a Comment

0 Comments