Adds

মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত | আপনার দৌড় কতদূর? | Bongo Cyber

মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত! 📿 কিন্তু আলেমের ভূমিকা কতদূর? 🌍 মজাদার কথোপকথনের মাধ্যমে জানুন আলেমদের সীমানা নিয়ে আকর্ষণীয় বিশ্লেষণ। বিস্তারিত পড়ুন।


🚌 বাসে যাওয়ার পথে কিছু শিক্ষিত ছাত্র এক মেয়েকে দেখে ইংরেজিতে বাজে মন্তব্য করে। তাদের পাশেই একজন বলে উঠলো, "এই, আস্তে বল! পাশে হুজুর আছেন, শুনে ফেলবেন, তখন অন্য কিছু মনে করবেন।" 


মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত | আপনার দৌড় কতদূর? | Bongo Cyber
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত - BongoCyber Blog Post


👤 তখন আরেকজন বললো, "কী মনে করবেন? মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত! ওরা শুধু মসজিদ-মাদ্রাসা নিয়েই থাকে, ইংরেজি শিখার সময় কোথায় পায়?"

📚 এই আলেম পাশ থেকে শুনে হেসে বললেন, "হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। কিন্তু তোমাদের দৌড় পায়খানার দরজা পর্যন্ত!"

😲 ছাত্ররা হতবাক! বাসজুড়ে একটুখানি নীরবতা! অনেকেই মনে মনে বলছে, এই আলেম সাহেব কী বলছেন! একজন কৌতূহলী হয়ে বললো, "মানে! আপনি কী বলতে চান, আমাদের দৌড় পায়খানার দরজা পর্যন্ত?"

💡 আলেমটি মুচকি হেসে বললেন, "তোমরা নিজেরাই তো বললে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত!"

"হ্যাঁ বলেছি। মানে, তোমরা শুধু মসজিদ-মাদ্রাসা নিয়েই পড়ে থাক। আর আমরা পুরো বিশ্বে ঘুরে বেড়াই!"


🕌 আলেমটি আবার হেসে বললেন, "শোনো, মসজিদ মানে সিজদাহ্ দেওয়ার জায়গা। হাদিসে এসেছে— সারা পৃথিবী তোমার জন্য মসজিদ। তুমি যেখানেই থাকো, নামাজের সময় হলে সেখানেই নামাজ পড়তে পারো।" (বুখারী-৩৪২৫)

⛔ তবে কবরস্থান আর নাপাকি জায়গা বাদে। অর্থাৎ, আলেমের দৌড় পুরো পৃথিবী জুড়ে। যখন পুরো পৃথিবীই আলেমের দখলে, তখন তোমাদের দখলদারিত্ব কীভাবে?

🔑 "আর আলেমের দখলে নেই শুধু নাপাকির স্থান, যা তোমাদের দখলে। তাই তোমরা সুযোগ পাচ্ছো শুধু মসজিদেই বিচরণ করতে।"

🗣️ এই কথা শুনে বাসের যাত্রীরা ফিসফিস করতে লাগলো। একজন বললো, "এভাবে তো কখনো ভেবে দেখিনি! আমরা মসজিদ বলতে শুধু নির্দিষ্ট স্থানকেই মনে করি!"

🌍 মোমেনের জন্য সারা পৃথিবীই মসজিদ। করোনার কারণে মসজিদে যেতে না পারলেও, আল্লাহর আনুগত্য থেকে মোমেন কখনো ফিরবে না। মহল্লার লোকজন মিলে বাসার ছাদে বা উঠোনে ছোট জামাত করলেও নামাজ হবে ইনশাআল্লাহ।

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনার অনিষ্ট থেকে রক্ষা করুন। আমীন!

✍️ - মুহাম্মাদ নুরুল ইসলাম
👇 Please Subscribe Our YouTube Channel 👇

Post a Comment

0 Comments