Adds

মনের যেকোনো আশা পূরণের দোয়া | চাকরি, ঋণ, বিয়ে-সন্তান: পড়ুন এই দোয়াগুলো, পূরণ হবে আপনার আশা

আলহামদুলিল্লাহ! সন্তানের আশা, চাকরি, বিয়ে, ঋণ মুক্তি ও মনের আশা পূরণের আমলগুলো নিচে দেওয়া হলো। (সবার নিচের শর্তগুলো মেনে আমল করুন) 


মনের যে কোন আশা পূরণ করার দোয়া || চাকুরী, ঋণ, বিয়ে-সন্তান মনের আশা পূরণ হবে এই দোয়া গুলো পাঠ করলে - BongoCyber
মনের যে কোন আশা পূরণ করার দোয়া || চাকুরী, ঋণ, বিয়ে-সন্তান মনের আশা পূরণ হবে এই দোয়া গুলো পাঠ করলে || BongoCyber Blog


⭕ সন্তান লাভের দুটি দুআঃ 👶

1️⃣

দুআ:

رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء

উচ্চারণ: রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিয়্য্যাতান তাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ।

অর্থ: “হে প্রতিপালক! তোমার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী।” (আলে ইমরান: ৩৮)


2️⃣

দুআ:

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সলেহিন।

অর্থ: “হে প্রভু! আমাকে এক সৎপুত্র দান করুন।” (সুরা সাফফাত: ১০০)


⭕ চাকরি পাওয়ার দুআ 💼

رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍۢ فَقِيرٌ

উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।

অর্থ: “হে আমার রব, আপনি যা অনুগ্রহই নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী।” (সুরা কাসাস: ২৪)


💡 আল্লাহতায়ালা মুসা (আ.) এর জন্য সম্মানজনক জীবিকা ও সৎ জীবনসঙ্গীও দান করেন।


⭕ দ্রুত বিয়ে হওয়ার আমল 💍

দুআ: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

উচ্চারণ: লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ

💡 এই দুআ বেশি বেশি পাঠ করুন। আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবেন।


⭕ ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির দুআ 💸

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجزِ وَالكَسَلِ، وَالبُخلِ وَالجُبنِ، وَضَلَعِ الدَّينِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ: আল্লা-হুম্মা ইনি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া দ্বালা‘য়িদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ: “হে আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও ঋণের ভার থেকে।”


⭕ মনের আশা পূরণের আমল 🌠

🌙 রাতের যিকির 🌙

দুআ: لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা- শারীকালাহূ...

অর্থ: "একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, সবকিছুতে তিনি ক্ষমতাবান।" (সহীহ বুখারী: ১১০৩)


📝 শর্তসমূহ 📝

1️⃣ আল্লাহর প্রশংসা ও নবী সঃ এর উপর দূরুদ পড়ুন।

2️⃣ সব ধরনের হারাম কাজ থেকে দূরে থাকুন।

3️⃣ পাঁচ ওয়াক্ত নামাজ ও সকল ফরজ পালন করুন।


🕋 আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমিন।

👇 Please Subscribe Our YouTube Channel 👇

Post a Comment

0 Comments