একজন দাঈ (যিনি ইসলামের দিকে ডাকেন) হোন, ইলম অর্জন করতে থাকুন, বেশি বেশি নফল আমল করুন, বেশি বেশি কুরআন পড়ুন, হাদীস পড়ুন, তাফসীর পড়ুন, জিকির করুন। আল্লাহর রাস্তায় জিHad করার জন্য নিজেকে প্রস্তুত করুন।
এই দুনিয়া স্বল্প সময়ের। তুচ্ছ জিনিস নিয়ে হতাশ হওয়ার টাইম আমাদের নেই। প্রোডাক্টিভিটি বাড়ান, বসে থাকবেন না। যেভাবে পারেন কাজ করুন।
আপনি ভাই হলে ভাইদের দাওয়াত দিন। বন্ধুদের, নিজের পরিবারের লোকদের বুঝান। মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। খতীব, ইমাম, মুয়াজ্জিনদের সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে সচেতন করুন। ইলম অর্জন করতে থাকুন। নফল আমল বাড়িয়ে দিন, কিয়ামুল লাইলে দাড়িয়ে আল্লাহর কাছে কান্না করুন।
বোন হলে বোনদের মহলে দাওয়াত দিন। আপনার বান্ধবীকে নামাজ পড়তে, পর্দা করতে বলুন। সাধারণত মহিলারা দ্রুত মোটিভেটেড হয়। ইসলামের প্রতি ভালবাসা, আবেগও মহিলাদেরই বেশি। এজন্যই দেখা যায় যত রকম বিদাতি আমল আছে তা মহিলারা বেশি করে! তারা না জেনে ভুল বশত করে, দ্বীনের প্রতি ভালবাসার টানেই করে। কোন পুরুষ আর যাই হোক ৩০,০০০ বার দুআ ইউনুস একদিনে পড়বে না! মহিলারা অবলিলায় এসব করেন। ইসলাম গ্রহণের হারও মহিলাদের মধ্যে বেশি। তাই এই লাইনে প্রচুর মেহনত করা দরকার। মহিলাদের মধ্যে যদি দ্বীনের দাওয়াত সঠিকভাবে পৌঁছানো যায় তারা বুঝবেন ইন শা আল্লাহ্। উম্মাহর বোনদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের গর্ভ থেকে উমার রাঃ, সালাউদ্দিন রহঃ, মোলা মোহাম্মদ রহঃ এর মত বীর মুজাহিদের জন্ম হয়।
ভাই-বোনেরা অলস বসে থাকবেন না। একবার সুবাহানআল্লাহ্ পড়ার মাধ্যমে আপনি আরেকজন থেকে এগিয়ে যাচ্ছেন। আর এই এগিয়ে যাওয়া ৫-১০ হাজার টাকা দিয়ে তুলনা করা যাবে না। প্রতিযোগিতা হচ্ছে জান্নাত নিয়ে। একেকজনের লেভেল চেইঞ্জ হয়ে যাবে, সুবাহানঅাল্লাহ্!
হযরত থানভী (র.) বলেন,আমি এমন কোনো লোক দেখিনি যে কোনো বুযুর্গদের সোহবত ছাড়াই শুধু লেখাপড়া করে সত্যিকার অর্থে আলেম হয়ে গেছে।আর জনসাধারণও তার থেকে উপকৃত হচ্ছে?তবে হ্যাঁ,এরুপ আমি অনেককে দেখছি যারা সঠিকভাবে সীন এবং ক্বাফ উচ্চারণ করতে পারে না।অর্থাৎ,ইলমি কোনো যোগ্যতাই নেই, কিন্তু বুজুর্গদের সোহবতে বরকতের দ্বীনের অনেক বড় বড় খেদমতে তারা আঞ্জাম দিচ্ছে।
অনুরূপভাবে যারা শুধু কিতাবী ইলম অর্জন করছে কিন্তু তরবিয়াত প্রাপ্ত হয়নি তাদের মাঝেও চালাকি এবং ধোঁকার সৃষ্টি হয় ।এ জন্যই বলা হয় তরবিয়াত অর্থাৎ, প্রকৃত দীক্ষা ছাড়া ইলম উপকারী নয়, বরং ক্ষতিকর। তরিকুন নাজাত, পৃ.৯৬-৯৭।
দৌড়ান আল্লাহর পথে!
মনের সমস্ত শক্তি নিয়ে দৌড়ান!
ইসলামের সৈনিক হোন। চারদিকে জাহিলিয়াতের ছড়াছড়ি ঠিক যেন প্রাক ইসলামিক আইয়্যামে জাহিলিয়াত। এই সমাজ আমাদেরই পাল্টাতে হবে। আমাদের সামনে সাহাবা রাদিঅাল্লাহু আনহুম আজমাঈনদের মত আমল করার বিশাল সুযোগ!
বসে থাকবেন না।
সময় খুব কম, খুবই কম!
আল্লাহ্ না করুক সেদিন যেন আপনার অাফসোস করতে নাহয়।
আল্লাহ্ তা'অালা আমাদের দ্বীনের জন্য জান-প্রাণ দিয়ে কাজ করার তৌফিক দান করুন।
Dawah - দাওয়াহ #Dawah #editorpost #পরিমার্জিত #BongoCyber
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.