Adds

বরকত কেমন করে আসে জানেন? | BongoCyber Blog Post

 বরকত কেমন করে আসে জানেন? | BongoCyber Blog Post


ধরুন, আপনি একজন রিকশাচালক।

সকাল হলে আপনি এবং আপনার বন্ধু দুজন একসাথে রিকশা নিয়ে বের হন বাসা থেকে।


আপনি দ্বীনদার-পরহেজগার একজন মানুষ। সামর্থের মধ্যে যথাসাধ্য ইসলামকে মেনে চলার চেষ্টা করেন। কিন্তু আপনার বন্ধু এগুলোর থোরাই কেয়ার করে না।


আপনি রিক্সা চালান আবার  নামাজের আজান হলে  রিকশা রেখে গিয়ে সময়মতো জামাতের সাথে সালাতটুকু আদায় করে আবার জীবিকা নির্বাহের কাজে লেগে যান।  


এদিকে আপনার বন্ধু রিকশা চালায়। নামাযের সময় হলে নামাজটা আদায় করার মত সময় তার মেলে না!  কোন দিক দিয়ে যে দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে যায় সেদিকে তার কোনো হুশ-ই থাকে না। সে ব্যস্ত তার জীবিকা অর্জনের কাজে। 


দিনশেষে আপনি এবং আপনার বন্ধু দু-জন একসাথে  হলেন,  হয়ে আপনি  জিজ্ঞেস করলেন কত আয় হলো আজ??

 আপনার বন্ধু জানালো পুরা দিন মিলে ৭০০। আপনিও বললেন আমারো তো ৭০০! 


দেখুন না পুরো দিনের ফজর বাদ দিয়ে চারটা ওয়াক্ত সালাতের সময় আপনি ভাড়া বাদ দিয়ে মসজিদে গিয়ে অজু করে পরিপাটি হয়ে সালাত আদায় করেছেন এদিকে আপনার বন্ধু হতোদ্যম হয়ে ভাড়া মেরেই গেছে। 


যে সময় আপনি আপনার রবের হুকুম পালনে ব্যস্ত,  সে সময় সে আরো টাকা অর্জনের নেশায় আল্লাহর হুকুম কে বাদ দিয়ে রিকশা চালাতে ব্যস্ত!


 অথচ, দেখা গেলো দিন শেষে দুজনের ভাড়ার টাকা একই।


এটাই হলো বরকত। এক হাদিসে কুদসীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- : 

' আল্লাহ্ তাআলা বলেন , ' হে আদম - সন্তান , তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো , আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দেবো এবং তোমার অভাব দূর করে দেবো । তুমি তা না - করলে আমি তোমার দুই হাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেবো এবং তোমার অভাব - অনটন রহিত করবো না।

 (ইবনে মাজাহ ৪১০৭ , তিরমিযি ২৪৬৬ )

Post a Comment

0 Comments