অণুগল্প : বয়স বাড়লে
লেখক : মহা
অণুগল্প : বয়স বাড়লে - Story Series - BongoCyber Blog Post |
বান্ধবীর দিদির বিয়ে— দাড়ি কামাতে হবে! পালস্টিকের বাক্সটা খুলে দেখি জিলেক্ট গার্ড এর ব্লেডগুলো ফুরিয়েছে। মোটরসাইকেল বের করলাম কিছুতেই স্টার্ট নিচ্ছে না। বোধহয় স্পার্ক প্লাগ এর কিছু প্রবলেম। গাড়ি ঠেলতে ঠেলতে গেলাম আর মেকানিককে দিয়ে সামনের দোকানে ব্লেডটা কিনতে গেলাম। কেনা হয়ে গেল। ফিরব এমন সময় এক ভদ্র বৃদ্ধ, গায়ে একখানা পুরনো চাদর তবে, পরিষ্কার— মিনতি করে বলছে, “বাবু, কিছু সাহায্য করুন। নাতনির বিয়ে দেব।”
দোকানদার কাকুর প্রশ্ন, “বাড়ি কোথায় আপনার?”
ভদ্রলোক ধীর গলায়, “উচিৎপুর।”
দশ টাকার নোটটা বের করে দিলেন ভদ্র লোককে। লোকটি যেই-না সিড়ি বেয়ে নামতে যাবে, অমনি পাশের দোকানের ছোকরা এসে চিৎকার করে বলল, “কাকা, তুমি টাকা দিয়েছ লোকটাকে? ও আগের বছরও এসেছিল এইরকম বলে টাকা নিতে।”
ভদ্রলোক পেছন ফিরে দেখল। সেই চোখে লুকিয়ে ছিল অনেক ব্যর্থতা, অনেক হতাশা, অনেক উদ্বেগ।
আলোচনা শুরু হলো, এমন করে অনেকে মিছি মিছি টাকা চায়। কেউ বলল, আরও কে যেন এরকম এসে টাকা নিয়ে গেছে।
আমি ভাবলাম, হতে পারে বিয়েটা মিথ্যা তবুও এই বুড়ো বয়সে হয়তো কিছু অভাবেই আজ সে টাকা চাইছে লোকের কাছে। বহু সংসারে বৃদ্ধ মানুষগুলো ভালো নেই। এই জীবনে যতদিন আপনি সংসারে কিছু দিতে পারবেন, আপনার মূল্য ঠিক ততদিন। বয়স বাড়লে অবহেলা জুটবে।
লেখা চয়ন ও প্রকাশনায় : অলিখিত , প্রান্তিকা ,অলীক
প্রুফ রিড ও সহযোগি : পূজা, তামান্না, সুমাইয়া আক্তার।
Short story: As you grow older
Author: Maha
Anugalpa: As the age increases - Story Series
Girlfriend's sister's wedding: beard must be shaved! I opened the plastic box and saw that the blades of the Gillette guard had run out. I took out the motorcycle, it is not starting at all. Probably some problem with the spark plug. I pushed the car and went to the front store with the mechanic to buy the blade. Bought. At the time of my return, a gentle old man, with an old sheet on his body, was clearly begging, “Babu, help me. I will marry my granddaughter. ”
The shopkeeper's uncle asked, "Where is your house?"
The gentleman said softly, "Uchitpur."
He handed out the ten taka note to the gentleman. As soon as the man was about to go down the stairs, the boy from the shop next door came and shouted, “Uncle, did you pay the man? He came last year to take money like this. ”
The gentleman looked back. There were many failures, many frustrations, many worries hidden in those eyes.
The discussion started, so many people want money. Someone said that someone else had come and taken the money.
I thought, maybe the marriage is a lie, but at this old age, maybe for some reason, today he is asking people for money. Older people are not good in many families. In this life, as long as you can give something in the world, your value is just as long. Neglect will increase with age.
In writing selection and publication: unwritten, marginal, illusory
Proofread and collaborators: Pooja, Tamanna, Sumaiya Akhter.
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.