Adds

মৌমাছির জীবন কাহিনী | Life story of Bees | মৌমাছির জীবন চক্র | Story Series - Story Series

 🔥 রানী মৌমাছি দেখেছেন কখনো? 🐝

👉 মৌমাছিরা কেন আত্মহত্যা করে জানেন?

👉 সৈনিকরা কেন শ্রমিকদের মেরে ফেলে জানেন?

Life story of bees

প্রকৃতিতে সমস্ত নির্জীব প্রাণিদের সাথে বিবেচনায় মৌমাছিদের জীবনব্যবস্থা অনেকটাই উন্নত। তাদের জীবনচক্রে রয়েছে সুষ্ঠু সমাজতন্ত্র, রাজতন্ত্র, নির্দিষ্ট আচার-ব্যবহার, বাচনভঙ্গি, গোত্রভেদ। এই রাজতন্ত্রে প্রজা মৌমাছিদের বিদ্রোহও সংঘটিত হতে দেখা যায়। পরস্পরের সাথে যোগাযোগের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা ধরনের এক মাধ্যম। তবে সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো, মৌমাছিদের কলোনীতে অবস্থানরত একমাত্র উর্বর মৌমাছি; একটি রানী মৌমাছি। 


মৌমাছি মানুষকে পবিত্র রিজিক গ্রহণের শিক্ষা দেয়। মৌমাছি নষ্ট ফুল থেকে মধু আহরণ করে না। তারা পরিষ্কার ও অব্যবহৃত ফুল থেকেই মধুর উপাদান সংগ্রহ করে থাকে। মানুষের উচিত পবিত্র রিজিক গ্রহণ করা। হারাম রিজিক ভক্ষণের মধ্যে কোনো বরকত থাকে না। 


মৌমাছি খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে, সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা বিস্ময়কর! এক পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়! আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় ১৪.৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়! যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব! ফুলের সন্ধানে প্রতিটি মৌমাছি, মৌচাকের পাঁচ কিলোমিটার ব্যাসের পুরো এলাকা তারা তন্ন তন্ন করে ঘুরে বেড়ায়! তাদের ওড়ার গতি প্রতি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার। একটি সক্ষম মৌমাছি দৈনিক ১০ কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে পারে। মানবসন্তান যখন চামচে ভরে মধু পান করে তৃপ্ত বোধ হয়, তখন সে ভাবে না যে এই এক চামচ মধু সৃষ্টিতে কত শত মৌমাছির রক্তক্ষয়ী অবদান লুকিয়ে আছে! 


একটি কর্মী মৌমাছির ৩৯-৪২ দিনের ছোট্ট জীবনে নিজেদের সঞ্চিত মধু পান করার সৌভাগ্য খুব কমই হয়! 

মৌমাছির জীবন কাহিনী | Life story of Bees | মৌমাছির জীবন চক্র

মৌমাছির এই ত্যাগের শিক্ষা মানুষ ধারণ করলে পৃথিবীর চেহারা বদলে যেত। ভাগ্যবিড়ম্বিত এসব পতঙ্গের মজুদ করা মধু বিভিন্ন প্রাণী চুরি করে পান করে। মানবজাতিও পরম তৃপ্তিতে মধু পান করে। মধু পানের সময় মৌমাছির ত্যাগের কথা তারা ভুলে যায়। ভুলে যায় মৌমাছির স্রষ্টাকেও!


মৌমাছির জীবন কাহিনী | Life story of Bees | মৌমাছির জীবন চক্র | BongoCyber Blog Post


Have you ever seen that queen bee?

Do you know why bees commit suicide? 

Do you know? Why do soldiers kill bees?

 Considering all the inanimate creatures in nature, the life style of bees is much improved. In their life cycle there is fair socialism, monarchy, certain manners, mannerisms, caste distinctions. Rebellion of tenant bees is also seen to take place in this monarchy. There is a completely different kind of medium for communicating with each other. But the most amazing thing is that the only fertile bee in the bee colony; A queen bee.

 Bees teach people to take holy food. Bees do not extract honey from spoiled flowers. They collect sweet ingredients from clean and unused flowers. People should take holy food. There is no blessing in eating Haram Rizik.

 Bees are very industrious insects. It is wonderful to take the juice of the flower in your mouth and remove the watery part from it and make a drop of honey which is 100% free from adulteration. To make one pound of honey, 550 bees have to travel around 20 lakh flowers! Again, to collect one pound of honey, a worker bee has to travel about 14.5 lakh kilometers! With which it is possible to orbit the earth three times! Each bee, in search of flowers, roams the entire five-kilometer diameter of the hive! Their flying speed is about 24 kilometers per hour. A capable bee can traverse about 10 kilometers daily. When a human being is satisfied by drinking a spoonful of honey, he does not think that the bloody contribution of hundreds of bees is hidden in the creation of this one spoon of honey!

 In the short life of 39-42 days of a worker bee, it is very rare to have the privilege of drinking its own stored honey!

 If people had learned the lesson of this sacrifice of bees, the face of the earth would have changed. The honey stored by these unfortunate insects is stolen and drunk by various animals. Mankind also drinks honey with absolute satisfaction. They forget about leaving bees while drinking honey. Forget the creator of bees too.

Post a Comment

0 Comments