Adds

আজ ২৫ শে ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস। ৫৭ জন চৌকস অফিসারে নাম ও তাদের আত্মার মাগফিরাত

চৌকস অফিসারে নাম - TechNoisePro Blog Post


  পিলখানা হত্যাকান্ডের দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও জবাব মেলেনি অনেক প্রশ্নের। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত হয় বর্বরোচিত এক হত্যাকাণ্ড। সেদিন 

মৃত্যুবরণ করেন বাংলাদেশের ৫৭ জন চৌকশ সেনা অফিসার।

একটি দেশের মেরুদণ্ড ভেঙে দিতে এর থেকে বেশি কিছুর দরকার পড়ে না! 

হে আরশের মালিক! দেশের প্রতি নিবেদিত প্রাণ নিহত প্রত্যেক সেনাবাহিনী অফিসার গুলোকে আপনি উত্তম প্রতিদান দান করুন


 ৫৭ জন চৌকস অফিসারে আত্মার মাগফিরাত কামনা করি

এবং দোআ করি আল্লাহ্ যেনো তাদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। (আমিন)


২০০৯ সালে ২৫ শে ফেব্রুয়ারী পিলখানায় শহীদ হওয়া সকল অফিসারের নামঃ-

০১. শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ

০২. শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন

০৩. শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী

০৪. শহীদ কর্নেল মো. মজিবুল হক

০৫. শহীদ কর্নেল মো. আনিস উজ জামান

০৬. শহীদ কর্নেল মোহাম্মদ মশিউর রহমান

০৭. শহীদ কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক

০৮. শহীদ কর্নেল মোহাম্মদ আখতার হোসেন

০৯. শহীদ কর্নেল মো. রেজাউল কবীর

১০. শহীদ কর্নেল নাফিজ উদ্দীন আহমেদ

১১. শহীদ কর্নেল কাজী এমদাদুল হক

১২. শহীদ কর্নেল বিএম জাহিদ হোসেন

১৩. শহীদ কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ

১৪. শহীদ কর্নেল মো. নকিবুর রহমান

১৫. শহীদ কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন

১৬. শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ

১৭. শহীদ কর্নেল মো. শওকত ইমাম

১৮. শহীদ কর্নেল মো. এমদাদুল ইসলাম

১৯. শহীদ কর্নেল মো. আফতাবুল ইসলাম

২০. শহীদ লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবন আমিন

২১. শহীদ লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম

২২. শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান

২৩. শহীদ লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতউলাহ

২৪. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল হুদা

২৫. শহীদ লেফটেন্যান্ট কর্নেল এলাহী মন্জুর চৌধুরী

২৬. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. এনায়েতুল হক

২৭. শহীদ লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. আইউব কাইসার

২৮. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম

২৯. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান

৩০. শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান

৩১. শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান

৩২. শহীদ মেজর মো. মকবুল হোসেন

৩৩. শহীদ মেজর মো. আব্দুস সালাম খান

৩৪. শহীদ মেজর হোসেন সোহেল শাহনেওয়াজ

৩৫. শহীদ মেজর কাজী মোছাদ্দেক হোসেন

৩৬. শহীদ মেজর আহমেদ আজিজুল হাকিম

৩৭. শহীদ মেজর মোহাম্মদ সালেহ

৩৮. শহীদ মেজর কাজী আশরাফ হোসেন

৩৯. শহীদ মেজর মাহমুদ হাসান

৪০. শহীদ মেজর মুস্তাক মাহমুদ

৪১. শহীদ মেজর মাহমুদুল হাসান

৪২. শহীদ মেজর হুমায়ুন হায়দার

৪৩. শহীদ মেজর মোঃ আজহারুল ইসলাম

৪৪. শহীদ মেজর মো. হুমায়ুন কবীর সরকার

৪৫. শহীদ মেজর মোঃ খালিদ হোসেন

৪৬. শহীদ মেজর মাহবুবুর রহমান

৪৭. শহীদ মোঃ মিজানুর রহমান

৪৮. শহীদ মেজর মোহাম্মদ মাকসুম-উল-হাকিম

৪৯. শহীদ মেজর এস এম মামুনুর রহমান

৫০. শহীদ মেজর মোঃ রফিকুল ইসলাম

৫১. শহীদ মেজর সৈয়দ মো. ইদ্রিস ইকবাল

৫২. শহীদ মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর

৫৩. শহীদ মেজর মুহাম্মদ মোশারফ হোসেন

৫৪. শহীদ মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার

৫৫. শহীদ মোস্তফা আসাদুজ্জামান

৫৬. শহীদ মেজর তানভীর হায়দার নূর

৫৭. শহীদ ক্যাপ্টেন মোঃ মাজহারুল হায়দার

Post a Comment

0 Comments