Adds

আমার মা মিথ্যাবাদী - বাংলা ছোট গল্প - Story Series

 

Bangla short story

এক ৮ বৎসরের বাচ্চার মা মারা গিয়েছিল।

পরে তার বাবা আর একটা বিয়ে করল।

একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস

করল...

বাবা, বলতো তোমার

নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি?

বাচ্চাটি বলল, আমার

নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল।

বাবা তার ছেলের

কথা শুনে চমকে গেল

এবং বলল কেন বাবা...?? তোমার যেই মা

তোমাকে জন্ম দিল সে মিথ্যা বাদী, আর যে কয়েক দিন হল আসলো সে সত্যবাদী হয়ে গেল?

বাচ্চাটি বলল... আমি যখন সারাদিন খুব দুষ্টামি

করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন

দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া

দাওয়া বন্ধ করে দিব।

তারপর সারাদিন যখন আমাকে খুজে না পেতো, তখন

সারা গ্রাম খুজে আমাকে ধরে এনে

নিজের পাশে বসিয়ে নিজ হাতে খায়িয়ে দিতো।

আর আমার নতুন মা বলে তুই যদি

এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।

সত্যি সত্যি আজ তিন দিন যাবত

আমাকে কোন খাবার দেয়া হয় নি।


নিজের মায়ের মত মা, পৃথিবীতে

কেউ হতে পারে না............. 💚

Love you ma...

𝐑𝐞𝐬𝐩𝐞𝐜𝐭 𝐇𝐮𝐦𝐚𝐧𝐢𝐭𝐲 😊

𝐃𝐨 𝐒𝐨𝐦𝐞𝐭𝐡𝐢𝐧𝐠 𝐅𝐨𝐫 𝐄𝐚𝐜𝐡 𝐎𝐭𝐡𝐞𝐫🥀😊

Story Series - BongoCyber Blog Post 



Post a Comment

0 Comments