ভাতিজা : চাচা, এইবার বাড়িতে লাউ গাছ লাগাইছিলাম।
চাচা : ভালো করছোস। বইসা না থাইকা কিছু করা ভালো।
ভাতিজা : তো গাছে একটা বড় লাউ ধরেছিল।
চাচা : বড় লাউ ধরবো না তো ছোট লাউ ধরবো? তুই আমার ভাতিজা না।
ভাতিজা : লাউডারে বিক্রির জন্য বাজারে নিয়া গেলাম।
চাচা : ভালো করছোস, অত বড় লাউ খাওয়া সম্ভব না।
ভাতিজা : বাজারে এক পুলিশ লাউ এর দাম জিজ্ঞেস করলো।
চাচা : পুলিশ হইলেও তো তার বাজার-সদাই করা লাগে, দাম জিজ্ঞেস করবো নাতো কি করবো।
ভাতিজা : আমি ৫০০ টাকা চাইলাম।
চাচা : বড় লাউ, ৫০০ টাকা চাইবি নাতো কি ৫০ টাকা চাইবি?
ভাতিজা : পুলিশ বললো ১০ টাকায় দিবেন।
চাচা : ঠিকইতো বলেছে একটা লাউ কি পুলিশে ৫০০ টাকায় নিবো?
ভাতিজা : আমি বললাম, বাপের জনমে লাউ খাইছেন?
চাচা : ভালো করছোস, তুই আমার ভাতিজা না। তুই কি পুলিশরে ভয় পাইয়া কথা বলবি? ৫০০ টাকার লাউরে সে ১০ টাকা কয়।
ভাতিজা : এরপরে পুলিশে আমার কান ধইরা মইলা দিছে।
চাচা : ভালো করছে, তুই পুলিশের সাথে বেয়াদবি করবি আর সে কি তোরে আদর করব?
ভাতিজা : পরে পুলিশ আমারে থানায় নিয়া গেল।
চাচা : পুলিশতো থানায়ই নিব, সে কি তরে তার শ্বশুর বাড়ী নিব?
ভাতিজা : তারপর বড় দারোগা এসে আমাকে ছেড়ে দিলো।
চাচা : বড় দারোগা তোরে ছাড়বো সেটাই স্বাভাবিক, দেখতে হইবোনা তুই কার ভাতিজা।
in Englaish -
Nephew: Uncle, this time I planted a pumpkin tree at home.
Uncle: You are doing well. Better a poor horse than no horse at all.
Nephew: So there was a big pumpkin in the tree.
Uncle: If I don't catch big pumpkin, will I catch small pumpkin? You are not my nephew.
Nephew: I took it to the market for sale in Lauderdale.
Uncle: You are doing well, it is not possible to eat such a big pumpkin.
Nephew: A policeman in the market asked the price of gourd.
Uncle: Even if he is a policeman, he always has to be marketed, I will ask the price or what will I do.
Nephew: I asked for 500 rupees.
Uncle: Big pumpkin, do you want 500 rupees or 50 rupees?
Nephew: The police said you will pay 10 rupees.
Uncle: You are right, will you take a pumpkin to the police for 500 rupees?
Nephew: I said, did you eat pumpkin in your father's life?
Uncle: You are doing well, you are not my nephew. Are you afraid to talk to the police? How much is 10 rupees for 500 rupees.
Nephew: After that my ears got dirty in the police.
Uncle: Doing well, you will be rude to the police and he will caress you?
Nephew: Later the police took me to the police station.
Uncle: I will take him to the police station, will he take him to his father-in-law's house?
Nephew: Then the chief inspector came and let me go.
Uncle: It is normal for the big inspector to leave you, you don't have to see whose nephew you are.
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.