Sir, আমার বেতন বাড়ান 😒
Boss : সম্ভব না 😢
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒
Boss : কেন?🤔
- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।🙂
কারণ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর।😰
Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও,😞
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিন পাশে আইসো!😊
- কেন?🤔
Boss : মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!🙂
খিলগাঁও রেল গেইট বাজারের ভিতরে দুইটা তেলের মিনি ফ্যাক্টরি আছে। উইথআউট লেবেল। এখানে তারা সয়াবিন, সরিষাবিন এবং নারিকেল দিয়ে তেল ভাঙ্গিয়ে বিক্রি করে।
করোনা আসার পর আমি ঐ বাজার থেকে খোলা সয়াবিন তেল ই কিনেছি বেশি। মাঝে মধ্যে দোকানের বোতলজাত কিনতে হয়েছে। আমাকে ঐ দোকান দুটির সন্ধান দিয়েছে আমাদের বাড়িওয়ালা ।
প্রথমবার যখন ঐ দোকানে তেল কিনতে যাই তেলের দাম ছিলো ৯৫টাকা কেজি। দোকানের চিত্র রেগুলার।
গতকাল তেল কিনতে গিয়ে দেখি দোকানের সামনে দীর্ঘ লাইন। তেলের দাম ১৬০ টাকা কেজি ।
শুধু ন্যায্য মূল্যের ট্রাকের সামনেই দীর্ঘ লাইন না ।
যে যেখানে একটু কমদামে জিনিস-পত্র পাচ্ছে সে সেখানেই লাইন ধরছে।
এটা শুধু একটা উদাহরণ । আমার কন্যার যে চিপস কিনতাম ২০ টাকা তা এখন ৩০ টাকা। চাল ২৫ কেজির যে বস্তা কিনতাম ১৫০০ টাকা , তা এখন ১৯০০ টাকা!
মাননীয় সরকার বাহাদুর, দ্রব্য মূল্যের এই উন্মাদ ঘোড়াটার লাগাম টেনে ধরুন প্লীজ! তা না হলে মানুষ না খেয়ে মরে যাবে। - Omar Faruk
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.