তিনি একটি কলেজের ইসলামিক স্টাডিজের প্রভাষক। আমার লিস্টের অনেকেই উনার সাথে সংযুক্ত আছেন। প্রভাষক হয়ে তিন বছরে নয় জন নারীর ভিতর-বাহির খবর নিয়েছেন এবং ফাইনালি একজনকে বিয়ের জন্য বাঁচাই করে সেই নারীকে ধন্য করেছেন! কি চরম দয়া নারীর উপর করেছেন! দারুণ না ব্যাপারটা?!
যাদের বাদ দিলেন, তাদের কি দেখে বাদ দিয়েছেন? আমাদের উচ্চশিক্ষিত প্রভাষক মহোদয় ওই নারীদের ভার্জিনিটির পরীক্ষা নিয়েছেন! তিনি ক্লোজলি তাদের সাথে মিশেছেন, সাইকোলজির উপর নিজের উচ্চতর ট্রেনিং সেই নারীদের উপর প্রয়োগ করেছেন এবং তাদের ভিতরের খবর বের করে এনে তাদের ফেল করিয়ে দিয়ে ভার্জিন একজনকে বিয়ে করেছেন! অসাধারণ!
এরপর তিনি সেই নারীদের ভার্জিনিটি হারানোর বিষয়টি প্রকাশ্য ফেইসবুকে ছড়িয়ে দিয়ে ওই নারীদের আত্মীয়স্বজনদের বলছেন, সতর্ক হতে! এই হচ্ছে আমাদের দেশের একজন কলেজ শিক্ষকের বিহেভিয়ার!
এবার আসুন, ওই নারীরা ভার্জিনিটি কীভাবে হারিয়েছেন সেই বর্ণনায়! তিনি জানিয়েছেন ওই নারীদের ৮০% জোর পূর্বক কাজিন, দুলাভাইদের মাধ্যমে সতীত্ব হারিয়েছেন। কিন্তু লিখাতে ওই পুরুষদের তেমন কোন দোষ তিনি পেয়েছেন বলে মনে হয়নি। কারণ উনি নিজেও একজন মহাপুরুষ তো! নারীদের সতীত্বের খবর বের করে আনতে পারে নারীর নিজের মুখ দিয়ে! মহাপুরুষ তো বটেই!
আমি আগেও আরো কয়েকবার লিখেছিলাম, নিজের নিরাপত্তা কি শুধু নারী নিজেই রক্ষা করতে সম্ভব? যদি পরিবার, সমাজ, রাষ্ট্রের সবাই মিলে নারীকে রক্ষা না করে? আত্মীয়, ঘর, বাহির সব জায়গায় সব পুরুষ যদি সুযোগ নিতে চায়, নারী কয় দিক সামলাবে? সব দায়িত্ব নারীর?
নারীর ভিতর স্বয়ং আল্লাহ এমন একটি বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন যাতে সুন্দর কথা, আলতো ছোঁয়া বা অন্য অনেক কিছুর কারণে নারী দূর্বল হয়ে যায়, সাড়া দিতে বাধ্য হয়। এটা অনেকে বলেন নারীর দূর্বলতা। আমি বলি নারীর এটি শক্তি। নারী এভাবে দূর্বল হয়, সাড়া দেয় বলে জগতে মানবজাতির বংশধারা চালু আছে। এই দুর্বলতাই নারীর মাতৃত্বের অহংকার। তাই নারীকে রক্ষার দায়িত্ব নিতে হয় সবাইকে, পিতা, স্বামী, ভাই, কাজিন, দুলাভাই, দেবর বা অন্য সব পুরুষকে।
আপনি নিজে সুযোগের অভাবে ভদ্র, এই টাইপের মানসিকতা যদি লালন করেন তখন নারী কিভাবে তার ভার্জিনিটি রক্ষা করবে? নারী নিজে নিজে তার ভার্জিনিটি হারাতে গিয়েছে? না, আপনি সুযোগ তৈরি করেছেন? আপনার সমাজ, আপনার পরিবার, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার মানসিকতা, আপনার সাহস, আপনার চরিত্র নারীকে রক্ষায় কতটুকু উপযুক্ত? কোন সাহসে আপনি নারীর সতীত্বের পরীক্ষা নেন? আপনি নারীকে রক্ষায় কতটুকু কাজ করেন? প্রত্যেক পুরুষ নিজে নিজের কাছে প্রশ্ন করুক, শুধু নিজের পরিবারের নারীরা না, সমাজের অন্য সব নারীকে রক্ষায় কতটুকু ভুমিকা তারা পালন করে! পুরো সমাজটা নারীর জন্য ভয়ংকর করে রেখেছে কে? নারীরা না পুরুষরা? আপনাদের মনে প্রশ্ন আসে না, ভার্জিনিটি কি শুধু নারীর জন্য প্রযোজ্য?
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.