‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আমাদের যাত্রা শুরু।
‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’-এর মূলনীতি হল গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। দেশের স্বার্থে, ন্যায়ের স্বার্থে গণ অধিকার পরিষদে যোগ দিন।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ |
কে কখন কবে টি শার্টটি দিয়েছেন আমার মনে পড়ছে না৷ আজ ড্রয়ারে পেলাম। গায়ে দিয়েই একটা ছবি তোলার লোভ সামলাইতে পারলাম না।
এই সংগঠনটি দাঁড় করাতে দিনকে রাত এক করে চেষ্টা করেছিলাম। বিশ্বের সব প্রান্তের প্রবাসীদের এক ছাতার নীচে আনা চারটি খানিক বিষয় ছিল না।
বিশ্বের এক প্রান্তে সকাল হলে আর কে প্রান্তে সন্ধ্য। এভাবেই কখনো কখনো প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে রাত জেগে ফজরের আজান দিয়েছে। না ঘুমিয়েই সকালে কাজে বের হয়েছি দোকান খুলতে। দিনভর, রাতভর মিটিং আর মিটিং। এই সংগঠন বানাতে গিয়ে আমাকে নিয়ে কটাক্ষ করে ভিডিও বানিয়েছে বিভিন্ন ইউটিউবার। আমাকে ভিক্ষুক বলেছে, চাঁদাবাজ বলেছে। ছিঃ ছিঃ বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ভিডিও দেখে আমার বাবা মা কান্নাও করে দিছে।
পুরোটা সময় Tamanna Ferdous Shikha সাপোর্ট দিয়েছে। আমি যখন কাতারে সংগঠিত করছিলাম, সে হয়ত সিঙ্গাপুরের প্রবাসী ভাইদের সংগঠিত করতে ব্যাস্ত ছিল। তিনমাস কাজের পর দুজনের চোখ আগুনের মত লাল হয়ে গেছিল। নুর ভাইও রাত জেগে অনেক মিটিং এ এসে সময় দিয়েছেন।
সে সময় অনেকেই খুব আন্তরিক ভাবে এগিয়ে এসেছিলেন সাপোর্ট দিতে। তাদের নাম বলতে গেলে অনেকের নাম বাদ পড়ে যাবে, সেই ভয়ে বলা থেকে বিরত রইলাম।
সব কিছু মিলিয়েই প্রবাসীভাইরা আজ সংগঠিত হবার সুফল পাচ্ছে। গত দেড় বছরে অনেক দাবি আমরা আদায় করেছি, ভিয়েতনাম প্রহাসীদের উদ্ধার করেছি, কয়েক দফায় ইরাক প্রবাসীদের অপহরণ থেকে মুক্ত করেছি, অপহৃত ওমান প্রবাসীকে মুক্ত করেছি, সংগঠন হতে অনেক প্রবাসীর লাশ দেশে আনা হইছে, অনেক অসহায় প্রবাসীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে, ৩৮৩ প্রবাসীকে জেল থেকে মুক্ত করেছি, অনেক প্রবাসী ও তার পরিবারকে আইনী সহযোগিতা দিয়েছি, পরপর দুইবার, দেশে এক যোগে ৬৪ জেলা রোজদারকে ইফতার করিয়েছি, শীত বস্ত বিতরণ করেছি।
প্রবাসী অধিকার পরিষদের সবচেয়ে বড় অবদান বিপদে আপদে দেশে আহত আন্দোলনকারীদের চিকিৎসা সেবা দেয়া, জেল বন্দীদের টিকে থাকার জন্য সহযোগিতা অব্যাহত রাখা। সব চেয়ে বড় অবদান দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় সংগ্রামে অংশ নেয়া।
আমি স্যালুট জানাই, সংগঠন এর সকল নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের।
এমন একটি সংগঠন এর টি শার্ট আজ গায়ে জড়িয়ে খুব ভাল লাগছে যে, এই সংগঠন গড়ার কারিগর হিসাবে নিজেকে নিয়োজিত করতে পেরেছিলাম।
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.