Adds

শেখ হাসিনা রিক্সায় চড়েন। সেইটার ফটো তুলে রাজনীতিও করেন - পুঁজিবাদের শোষণ


 পুঁজিবাদের শোষণ

মামা ভাড়া কত?

৫০ টাকা।

লেগুনা নেয় ১০ টাকা আপনি ৩০ টাকা নিলেই তো হয়।

পোষায় না বাবা।

৩০০ টাকা বিকেলে ভাড়া দিয়ে দিতে হয়।।

তো নিজের রিক্সা চালান। তাইলে তো আরেকজনকে ভাড়া দিতে হয় না।

নিজের রিক্সা হলে কার্ড দেয় না। হেদের থেকেই নিতে হয়।

মানে কি? ধরেন আপনি নিজে রিক্সা কিনে তারপর কার্ড করে নিলেন? তাইলেও হবেনা?

না কার্ড দিবে না।

বললাম কি কার্ড দেখি?

ওমা! দেশতো আসলেই সিঙ্গাপুর হয়ে গেছে। রিক্সা চালাইতেও আইডি কার্ড লাগে!

সেখানে একজন সুশ্রী ম্যাডামের নাম ও ছবি রিক্সার ইজারাদার হিসেবে দেয়া আছে।

ভদ্রমহিলার এরকম 1000 রিক্সা আছে। মানে কর্তৃপক্ষের থেকে তথাকথিত ইজারা নিয়ে তিনি আইডি কার্ড ইস্যু করেন।

তারপর রিক্সা প্রতি 300 টাকায় দৈনিক ভাড়া উত্তোলন করেন। অর্থাৎ বিনা পরিশ্রমে শুধুমাত্র একটি ফালতু রাষ্ট্রীয় সিস্টেমকে হাত করে দৈনিক তিনি বস্তায় ভরেন ৩ লাখ টাকা! মাসে ৯০ লাখ! বছরে ১০ কোটি ৮০ লাখ টাকা! অথচ তার একফোঁটা ঘামও ঝরে না! স্রেফ রাষ্ট্রের আইন তার অনুকূলে।

এভাবে বিভিন্ন অভিজাত এলাকায় তথাকথিত ইজারার নামে গুটিকয়েক মধ্যস্বত্বভোগী রিক্সাওয়ালাদের ঘামঝরা পয়সায় হাওয়ার উপর দাঁড়িয়ে বড়লোক বনে যাচ্ছেন।

অভিজাত এলাকাগুলোতে সিকিউরিটির নামে রাষ্ট্রের মধ্যে আরো কতগুলো সার্বভৌম রাষ্ট্র তারা তৈরি করে রেখেছে।

সেখানে নির্দিষ্ট আইডি কার্ড নির্দিষ্ট পোশাক নির্দিষ্ট লাইসেন্স ছাড়া কোনো রিকশা সিএনজির প্রবেশাধিকার নিষিদ্ধ।

পারলে তারা পাসপোর্ট এবং ভিসা চালু করে ছোটলোকদের যাতায়াত সেখানে বন্ধ করে দেয়।

একটি সার্বভৌম দেশে প্রতিটি নাগরিকের ফ্রিডম অফ এক্সেস সর্ব্বত্র থাকা উচিত। গরিব রিকশাওয়ালাদের আইডি এবং পোশাক দিয়ে একটি রিকশার মালিক হওয়ার স্বপ্ন কেড়ে নেয়া হচ্ছে। এগুলো শোষন আড়াল করার আবরণ মাত্র। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীই সারাদেশে নিরাপত্তা দেয়ার জন্য যথেষ্ট। এখানে ভিন্ন করে নতুন কোন সোসাইটি বা কর্তৃপক্ষের উপস্থিতি ও আলাদা সিস্টেম রাষ্ট্রকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করে।

বাংলাদেশের সর্বত্র শোষণ ও কর্তৃত্ববাদের সহায়ক হিসেবে বিনা প্রয়োজনে আইডিকার্ড, ইউনিফর্ম এবং সিসি ক্যামেরা সিস্টেম চালু করা হয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে এগুলোর কোন প্রয়োজনীয়তা নাই।

 একটি মধ্যস্বত্বভোগী রাষ্ট্রের উচ্চপদে যোগাযোগের সুবাদে ফালতু নিয়মকানুনের মুলা ঝুলিয়ে গরিব রিকশাওয়ালাদের এভাবে শোষণ করে যাচ্ছে।

এমন কুল্লা নিজামিনকে ফুক্কা করে দেয়া উচিত।


লিখেছেন Jia Al Haider


শেখ হাসিনা রিক্সায় চড়েন। সেইটার ফটো তুলে রাজনীতিও করেন কিন্তু লক্ষ রিক্সা চালকের গুমরে ওঠা হাহাকার শুনতে পান কি ?

জুলুম শোষন নিপাত যাক, ন্যায়তন্ত্র মুক্তি পাক - মুভমেন্ট ফর জাস্টিস এন্ড প্রোগ্রেস।

Post a Comment

0 Comments