কৃষক বলছে ডাক্তার সাহেব আমার ঘোড়াটির কি হয়েছে? তিনদিন যাবৎ কিছুই খাচ্ছে না। খালি শুয়ে থাকে।
একটি ঘোড়া একটি ছাগল এবং একজন কৃষকের গল্প - শিক্ষনীয় গল্প, মানব ধর্মের প্রধান ধর্ম উপকার |
পশু ডাক্তারঃ আমি ঔষধ দিয়ে দিচ্ছি।সাত দিন পর দেখবো।
সাতদিন পর ডাক্তার সাহেব এসে ঘোড়াকে ইনজেকশন দিয়ে বললেনঃ মনে হচ্ছে জটিল সংক্রমন রোগে আক্রান্ত। তিনদিন পর খবর দেবেন।
তিনদিন পর কৃষকঃ ডাক্তার সাহেব, ঘোড়াটি আরোও দুর্বল হয়ে যাচ্ছে। কি করা যায়।
ডাক্তারঃ যা মনে হচ্ছে,এর কোনোচিকিৎসা নেই। হয়তো এই রোগটি আপনার পাড়ার পশুগুলোতে ছড়িয়ে যাবে। মিউনিসিপালিটি কে খবর দিন। তারা ঘোড়াটি হত্যা করে ডাম্পিং করে দেবে।
মিউনিসিপালিটি আগামীকাল সকাল ১০টায় আসবে,ঘোড়াটির ঘনিষ্ট বন্ধু ছিলো ছাগল। ছাগল সব শুনে রাতের বেলা ঘোড়াকে বললোঃ বন্ধু তুমি উঠে দাঁড়াও। মালিক লোক খবর দিয়েছে তোমাকে হত্যা করে ডাম্পিং করে দেবে।
অসুস্থ্য ঘোড়া বললোঃ বন্ধু তুমি আমাকে উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করো। ছাগল সারারাত ঘোড়াটির সেবা করলো। ভোর হতেই ঘোড়া উঠে দাঁড়িয়ে নাচঁতে লাগলো।
ছাগলটি আনন্দে আত্মহারা হয়ে মালিককে বললোঃ মালিক ঘোড়া উঠে দাঁড়িয়ে নাচছে। মিউনিসিপালিটিকে আসতে নিষেধ করেন।
মালিক চিৎকার দিয়ে বললোঃ এই কে কোথায় আছিস? আমার ঘোড়াটা সুস্থ্য হয়ে নাচছে। সন্ধ্যায় পার্টি সবাইকে নিমন্ত্রণ কর। ছাগলটাকে এখনই জবাই দে।
#শিক্ষনীয়ঃ মানব ধর্মের প্রধান ধর্ম উপকার। উপকার করার পর যত তাড়াতড়ি পারেন ঐ উপকার গ্রহণকারীর সাথে সকল যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন করে দূরে কোথায় সরে যান। তা না হলে আপনার পরিনতি ঐ ছাগলের মতই হবে!
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.