আশা করছি এই পোস্ট থেকে কমন পাবেন। হাবিজাবি না পড়ে এ জাতীয় তথ্যগুলো মাথার মধ্যে রাখুন । এগুলোই আসে আর আমরা কি সব পড়ে সময় নষ্ট করি।
বাংলা ভাষা ও বর্ণমালা :
১। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
উঃ নাটকের সংলাপে
২। বাংলা ভাষার ওপর কোন ভাষার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয়?
উঃ ফারসি
৩। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
উঃ সাধু ভাষায়
৪। ‘গুরুচন্ডালী দোষ’ বলতে কি বুঝায়?
উঃ সাধু ও চলিত ভাষার মিশ্রণ
৫। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
উঃ ধ্বনি
৬। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে?
উঃ বর্ণ
৭। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
উঃ ২ ভাগে
৮। বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জনবর্ণ রয়েছে?
উঃ ৬ ভাগে
৯। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
উঃ কার
১০। ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয়?
উঃ স্পর্শ ধ্বনি
১১। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
উঃ ফলা
১২। বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা
উঃ ৫০
১৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা-
উঃ ৩৯
১৪। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন সংখ্যা-
উঃ ১০ টি
১৫। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা সংখ্যা-
উঃ ৩২ টি
১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে কয়টি-
উঃ ৮ টি
বাংলাদেশের প্রথম-
1. প্রথম নোবেল বিজয়ী> ড.মহম্মদ ইউনুস
2. রণতরী-- বি এন এস পদ্মা
3. পতাকা উত্তলন - - ২ মার্চ১৯৭১
4. মুদ্রা চালু হয়-- ৪ মার্চ ১৯৭২
5. বিমান চালু হয়-- ৪ ফেব্রুয়ারি ১৯৭২
6. বিশ্ববিদ্যালয়--ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)
7. নির্বাচন কমিশনার--বিচারপতি মোহাম্মাদ
ইদ্রিস
8. বাংলা ছায়াছবি-- মুখ ও মুখোশ(১৯৫৬)
9. বিমানবাহিনী প্রধান-- একে খন্দকার
10. নারী পাইলট-- কানিজ ফাতেমা রোকসানা।
11.বানিজ্য জাহাজ-- বাংলার দূত
১২.নারী উপাচার্য-- ফারজানা ইসলাম
১৩.এভারেস্ট জয়ী> মুসা ইব্রাহিম
১৪. নারী এভারেস্ট জয়ী> নিশাত মজুমদার
১৫. নারী স্পিকার> শিরিন শারমিন চৌধূরী
১৬সেনাবাহিনী প্রধান> জেনারেল এমএজি ওসমানী
১৭. জাতীয় অধ্যাপক> শিল্পাচার্য জয়নুল আবেদীন
১৮. নিরক্ষরমুক্ত জেলা. > মাগুড়া
১৯. নিরক্ষরমুক্ত গ্রাম> কচুবাড়ী কৃষ্টপুর (ঠাকুরগাও
জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম)
২০. স্বাধীন জেলা> যশোর
২১. ডিজিটাল জেলা> যশোর
২২. ওয়াইফাই নগরী> সিলেট
২৩. প্রথম শিক্ষা কমিশন> কুদরত -এ-
খুদা শিক্ষা কমিশন(১৯৭২)
২৪.মহিলা পুলিশ নিয়োগ> ১৯৭৪
২৫.প্রথম ভাসমান হাসপাতালের নাম> জীবন তরী
২৬. টেস্টটিউব শিশুর মা > ফিরোজা বেগম
২৭. যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল
লাভকারী > ড.মহম্মদ ইউনুস
২৮. প্রেসিডেন্ট> শেখ মুজিবুর রহমান
২৯. প্রধানমন্ত্রী > তাজউদ্দিন আহমেদ
৩০. নারী প্রধানমন্ত্রী > বেগম খালেদা জিয়া
৩১.মহিলা জাতীয় অধ্যাপক> ড.সুফিয়া কামাল
৩২.প্রধান বিচারপতি> এ এস এম সায়েম
৩৩. গর্ভনর> এ এন এম হামিদুল্লাহ
৩৪.সংসদ নির্বাচন> ৭ মার্চ, ১৯৭৩
৩৫. কারা প্রশিক্ষণ একাডেমি> রাজশাহী
৩৬.উপগ্রহ ভুকেন্দ্র> বেতবুনিয়া, রাঙ্গামাটি
৩৭.নারী কারাগার> কাশিমপুর , গাজীপুর
৩৮. অভিনেত্রী> পূর্ণিমা সেনগুপ্ত
৩৯. মহিলা ডাক্তার> জোহরা বেগম কাজী
৪০. ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি> স্যার এফ
রহমান
৪১.প্রথম অলিম্পিক অংশগ্রহণ> ১৯৮৪ ,লসএঞ্জেলস
৪২. সংস্থার সদস্য> কমনওয়েলথ
৪৩.পতাকা উত্তোলন কারী> আ স ম আবদুর রব
৪৪.পিএসসির নারী চেয়ারম্যান> জেড এন
তাহমিদা গেম
৪৫. নারী কূটনৈতিক> তাহমিনা খান ডলি
৪৬. নারী রাষ্ট্রদূত> মাহমুদা বেগম
৪৭. গণপরিষদের স্পিকার> শাহ আব্দুল হামিদ
৪৮. জাতীয় সংসদের স্পিকার > মোহাম্মদ উল্লাহ
৪৯. বাংলা একাডেমীর নারী মহাপরিচালক> ড.
নীলিমা ইব্রাহিম
৫০. টাকা ও মুদ্রার নকশাকার> কেজি মুস্তফা
৫১. ৗষধ পার্ক > গজারিয়া
৫২.টেস্ট খেলার মর্যাদা> ২৬জুন, ২০০০
৫৩. ওয়াডে খেলার মর্যাদা> ১৯৯৭
৫৪.মানচিত্র খচিত পতাকার নকশাকার> শিব নারায়ণ
দাশ
৫৫. বর্তমান পতাকার নকশাকার > কামরুল হাসান
৬৬.বিদেশী মিশনে পতাকা উত্তোলন> কলকাতা>
আবুল হোসেন
৬৭.জাতীয় পতাকাকে সরকারী গৃহীত > ১৭জানু, ১৯৭২
৬৮. ফ্রান্সের শেভালিয়র (নাইট) উপাধি পান>
পার্থ প্রতীম মজুমদার
৬৯. সার্কের প্রথম মহাসচিব> আবুল হাসান
৭০. প্রথম জাদুঘর > বরেন্দ্র জাদুঘর
৭১. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম
বাংলাদেশী সভাপতি> হুমায়ুন রশীদ চৌধুরী
৭২.একমাত্র পুলিশ একাডেমী> সারদা , রাজশাহী
৭৩.জাতীয় সঙ্গীত যে পত্রিকায় প্রকাশিত হয়>
বঙ্গদর্শন
৭৪.বয়স্ক ভাতা চালু> ১৯৯৮
৭৫.ডাক টিকেটের ডিজাইনার> বিমান মল্লিক
৭৬. ডাক টিকেটে কিসের ছবি ছিল> শহীদ
মিনারের
৭৭.মানচিত্র আঁকেন> জেমস রেনেল
নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন। ধন্যবাদ।
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.