কম্পিউটার
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
০১. ব্যাংকিং শিল্পে কোন ধরনের স্ক্যানার ব্যবহৃত হয়?
উঃ এম আই সি আর(MICR)
০২. SIM এর পূর্ণরূপ হচ্ছে
উঃ Subscriber Identity Module
০৩. ইন্টারনেটের ব্যবহার শুরু হয়
কোন সালে?
উঃ ১৯৬৯
০৪. কম্পিউটার বিশ্বে কিংবদন্তি কে?
উঃ বিল গেটস(Bill Gates)
০৫. উইন্ডোজ (Windows)
হচ্ছে একটি একটি ——–।
উঃ অপারেটিং সিস্টেম (Operating
System)
০৬. LAN বলতে কি বুঝায়?
উঃ Local Area Network
০৭. Trajan Horse হচ্ছে ———।
উঃ একটি ভাইরাস
০৮. Microsoft Excel একটি ———।
উঃ ডাটাবেইজ প্রোগ্রাম
০৯. মোডেম একটি ——-।
উঃ কনভারশন টুল
১০. ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানীকে কি বলা হয়?
উঃ Internet Service Provider
````সাধারণ বিজ্ঞান````
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*** পর্বতের ন্যূনতম উচ্চতা কত?
উত্তরঃ ২০০০ ফুট
*** ভূ-কম্পনের তুলনামূলক প্রধান কারণ
নিচের কোনটি ?
উত্তরঃ ভিত্তিশিরাল ফাটল
*** ভূ-গোলককে ৩৬০ ডিগ্রিতে ভাগ করা হয় কোন সভ্যতায় ?
উত্তরঃ ব্যাবিলনীয় সভ্যতায়
*** Convectional Rain বলতে কোন ধরনের বৃষ্টিপাতকে বোঝায়?
উত্তরঃ পরিচলন
*** বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত?
উত্তরঃ প্রায় ২১%
*** বনাঞ্চলে আবহাওয়া আর্দ্র হয় কেন?
উত্তরঃ প্রস্বেদনের জন্য
*** উদ্ভিদ যে পরিমাণ পানি হারায় তার
কি পরিমাণ মাটি থেকে শোষণ করে?
উত্তরঃ সমপরিমাণ
*** প্ল্যাংকটন কী?
উত্তরঃ মাছের প্রাকৃতিক খাদ্য
*** বাংলাদেশের জলবায়ু কৃষি উৎপাদনের জন্য সহায়ক কেন?
উত্তরঃ পরিমিত বৃষ্টিপাতের কারণ
পৃথিবী সম্পর্কিত কিছু তথ্য
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
প্রশ্নঃ পৃথিবীর বয়স কত ?
উত্তরঃ প্রায় ৪,৫০০ মিলিয়ন বছর।
প্রশ্নঃ পৃথিবীর নিজ অক্ষের উপর একবার
আবর্তনে কত সময় লাগে ?
উত্তরঃ ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪১ সেকেন্ট।
প্রশ্নঃ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময়
লাগে ?
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭
সেকেন্ড।
প্রশ্নঃ পৃথিবীর মোট আয়তনের কত অংশ
স্থলভাগ রয়েছে ?
উত্তরঃ ৭০.৯ ভাগ (প্রায় ৩৬,১৪,১৯, ০০০ বর্গ কিলোমিটার)।
প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগর কতটি ?
উত্তরঃ ৫টি।
প্রশ্নঃ পৃথিবীতে মহাদেশ কতটি ?
উত্তরঃ ৭টি।
প্রশ্নঃ পৃথিবীর গভীরতম মহসাগর কোনটি ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।
প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি ?
উত্তরঃ উত্তর মহাসাগর।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?
উত্তরঃ এশিয়া।
প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?
উত্তরঃ ওশেনিয়া।
প্রশ্নঃ পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্র কতটি ?
উত্তরঃ ১৯৫টি। সর্বশেষ দক্ষিণ সুদান।
প্রশ্নঃ আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
উত্তরঃ রাশিয়া।
প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ ?
উত্তরঃ চীন।
প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যাটিক্যান সিটি।
#englishspeak
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তুমি রাঁধতে জান?
Do you know how to cook?
তুমি কি জান কিভাবে ম্যারিয়ট হোটেলে যেতে হয়?
Do you know how to get to the Marriott Hotel?
তুমি জান এটার মানে কি?
Do you know what this means?
তুমি কি জান এটা কি বোঝায়?
Do you know what this says?
তুমি কি জান ট্যাক্সি কোখায় পেতে পারি?
Do you know where I can get a taxi?
তুমি কি জান আমার চশমা কোথায়?
Do you know where my glasses are?
মেয়েটি কোথায় তুমি জান?
Do you know where she is?
তুমি কি জান তোয়ালে বিক্রির দোকান কোথায়?
Do you know where there's a store that sells towels?
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.