৮৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়-- ৫ নভেম্বর, ১৯৭২।
৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে-- ২০১৯ সালের ১৯ শে মার্চ।
৮৭. "Daily Telegraph" পত্রিকাটি-- যুক্তরাজ্যের।
৮৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম-- Bank Asia.
৮৯. " Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.
৯০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়-- ২০১৩ সালে।
৯১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে-- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।
৯২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.
৯৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে-- নেদারল্যান্ডস।
৯৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য-- ০৩ টি (( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন))।
৯৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।
৯৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-- ৪ সেপ্টেম্বর, ২০১৮।
৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৪র্থ।
৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৩য়।
৯৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় ৯৯৪ কোটি টাকা।
১০০. বাংলাদেশের মানুষের গড় আয়ু-- ৭২.৮০ বছর।
সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক
গোয়েন্দা সংস্থা :
১০১। ফেয়ারফ্যাক্স- যুক্তরাষ্ট্র
১০২। স্কটল্যান্ড ইয়ার্ড- যুক্তরাজ্য
১০৩। মুখবরাত- মিশর
১০৪। মোসাদ- ইসরায়েল
১০৫। আমান- ইসরায়েল
১০৬। সাভাক- ইসরায়েল
১০৭। র ( RAW) – ভারত
১০৮। আইএসআই- পাকিস্তান
বিমানসংস্থার নাম:
১০৯। ইন্দোনেশিয়া – গারুদা
১১০। জার্মানি – লুফথানসা
১১১। রাশিয়া – এরোফ্লট
১১২। ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইনস- যুক্তরাষ্ট্র
বিমানবন্দর :
১১৩। হিথ্রো বিমানবন্দর – লন্ডন
১১৪। সুবর্ণভূমি বিমানবন্দর – নেপাল
দিবস:
১১৫। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
১১৬। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
১১৭। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস- ২৯ মে
১১৮। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১মে
১১৯। বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
১২০। বিশ্ব আদিবাসী দিবস – ৯ আগস্ট
১২১। বিশ্ব সাক্ষরতা দিবস – ৮ সেপ্টেম্বর
১২২। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস – ১৫ সেপ্টেম্বর
১২৩। বিশ্ব অহিংস দিবস – ২ অক্টোবর
১২৪৷ বিশ্ব খাদ্য দিবস – ১৬ অক্টোবর
১২৫। বিশ্ব এইডস দিবস – ১ ডিসেম্বর
১২৬। বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস – ৯ ডিসেম্বর
১২৭। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
১২৮) দশানন কোন সমাস – বহুব্রীহি
১২৯) Executive – এর পরিভাষা – নির্বাহী
১৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ – পরি+আলোচনা
১৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় – মেধা+বিণ
১৩২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস
১৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে ৭মী
১৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় – বারি
১৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ – নাছোড় বান্দা
১৩৬) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস
১৩৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা
১৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন – রুপকথা
১৩৯) সৌম্য এর বিপরীত – উগ্র
১৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত
নদী
১৪১। পৃথিবীর বৃহত্তম নদী- আমাজন
১৪২। এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং
১৪৩। হোয়াংহো নদীর স্থপত্তিস্থল – কুনলুন পর্বত
১৪৪। চীনের দুঃখ বলে পরিচিত- কুনলুন পর্বত
১৪৫। ইউরোপের সবচেয়ে বড় নদী- ভলগা
১৪৬। ব্ল্যাকফরেস্ট অবস্থিত – জার্মানি
১৪৭। শাত-ইল-আরব হলো- ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস বদরী মিলিত প্রবাহ
১৪৮। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?- জর্ডান
১৪৯। পশ্চিম তীর অবস্থিত – জর্ডান
জলপ্রপাত :
১৫০। বিশ্বের উচ্চতম জলপ্রপাত – অ্যাঞ্জেলস
১৫১। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত – আমেরিকা-কানাডা
১৫২। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত – ভিক্টোরিয়া
ভৌগলিক উপনাম:
১৫৩। বিশ্বের রাজধানী – নিউইয়র্ক
১৫৪। পৃথিবীর কসাইখানা – শিকাগো
১৫৫। ভূ-স্বর্গ– কাশ্মীর
১৫৬। শ্বেতহস্তীর দেশ – থাইল্যান্ড
১৫৭। হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড
১৫৮। হাজার দ্বীপের দেশ – ইন্দোনেশিয়া
১৫৯। ম্যাপল পাতার দেশ – কানাডা
১৬০। নীরব খনির দেশ – বাংলাদেশ
১৬১। সমুদ্রের বধূ- ব্রিটেন
১৬২। সাত পাহাড়ের শহর– রোম
১৬৩। সোনালী তোরণের শহর– সানফ্রান্সিসকো
১৬৪। সংস্কৃতির শহর- প্যারিস
১৬৫। বিগ আপেল – নিউইয়র্ক
১৬৬। উত্তরের ভেনিস — স্টকহোম
১৬৭। প্রাচ্যের ভেনিস- ব্যাংকক
১৬৮। ইউরোপের রণক্ষেত্র— বেলজিয়াম
১৬৯। পুষ্পমণ্ডিত বৃক্ষের শহর– হারারে
১৭০। সাত পাহাড়ের দেশ – রোম
ভাষা:
১৭১। চীন- মান্দারিন (সবচেয়ে বেশি লোক এ ভাষায় কথা বলে)
১৭২। আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো, স্পেন- স্পেনিশ
১৭৩। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ঘানা, জিম্বাবুয়ে, উগান্ডা, নাইজেরিয়া- ইংরেজি
১৭৪। ব্রাজিল, পর্তুগাল – পর্তুগিজ
১৭৫। জার্মানি, অস্ট্রিয়া– জার্মান
১৭৬। ফ্রান্স, সেনেগাল, বেলজিয়াম, কঙ্গো, মাদাগাস্কার – ফ্রেঞ্চ
১৭৭। অ্যান্ডোরা, স্পেন – ক্যাটালান
১৭৮। আফগানিস্তান- পশতু
১৭৯। ভুটান- দোজাংখা
১৮০। কেনিয়া, তানজানিয়া- সোয়াহিলি
১৮১। মালদ্বীপ – দিভেহী
১৮২। শ্রীলঙ্কা – সিংহলি
১৮৩। ইসরায়েল – হিব্রু
১৮৪। মালয়েশিয়া – মালয়
১৮৫। কম্বোডিয়া – খেমার
১৮৬। ঘানা- আকান
সমুদ্রবন্দরঃ
১৮৭। আকাবা- জর্ডান
১৮৮। বন্দর আব্বাস – ইরান
১৮৯। এডেন– ইয়েমেন
১৯০। হাইফা- ইসরায়েল
১৯১। ডানজিগ– পোল্যান্ড
১৯২। আন্টওয়ার্প- বেলজিয়াম
১৯৩। পোর্ট সৈয়দ – মিশর
১৯৪। ক্যাসাব্লান্কা- মরক্কো
১৯৫। বেনগাজী- লিবিয়া
১৯৬। উমকাসর- ইরাক
১৯৭। ইসকানদারুন- তুরস্ক
মুদ্রা :
১৯৮। গুলট্রাম- ভুটান
১৯৯। কিয়াট- মায়ানমার
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.