লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা...
(সরল অনুবাদ)
ইয়া আল্লাহ আমি তোমার খেদমতে হাজির হয়েছি।
হজ্বে পাঠ কৃত তালবিয়্যা 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' বলে কনসার্টে গান গেয়ে বিকৃত করা হচ্ছে নাউজুবিল্লাহ।
এখন কি ধর্ম অবমাননা হচ্ছে না?
এইগুলা থেকে কি সহিংসতা সৃষ্টি না?
আল্লাহ'র কাছে এতোটুকুই চাওয়া, হয়তো আল্লাহ এদের হেদায়েত দিক নাহয় এদের ধ্বংস করে দিক।(আমিন)
স্থানঃ TSC চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আপনারা যারা গাইলেন, যারা শুনলেন, যারা এর সাথে জড়িত, তাদের কারোই কি এই কথাগুলো সম্পর্কে ধারণা নেই? জ্ঞান নেই?
এই কথাগুলোর মর্ম বুঝেন?!
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমার নিকট জিবরীল (আঃ) এসে বলেন, হে মুহাম্মাদ! আপনি আপনার সাহাবীদের নির্দেশ দিন, তারা যেন উচ্চৈঃস্বরে তালবিয়া পাঠ করে। কারণ তা হজ্জের অন্যতম নির্দশন।
(ইবনে মাজাহ:২৯২৩)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তিই তালবিয়া পাঠ করে, সাথে সাথে তার ডান ও বাঁ দিকের পাথর, গাছপালা অথবা মাটি, এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত উভয় দিকের সবকিছু তালবিয়া পাঠ করে।
(ইবনে মাজাহ:২৯২১)
এরকম একটি বিষয় নিয়ে কি আমাদের সাথে মজা করলেন? নাকি জ্ঞান কম থাকায় ছাগলের বাচ্চার মতো কাজটি করে ফেললেন? আপনারা সত্যিই মুসলিম তো!
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
নিশ্চয়ই আল্লাহ তা‘আলা নির্দিষ্ট কিছু ব্যক্তিদের খারাপ আমলের কারণে সকলকে শাস্তি দেবেন না। যতক্ষণ না মানুষ তোমাদের মাঝে খারাপ কাজ দেখে। এ খারাপ কাজে বাধা দিতে সক্ষম থাকা সত্ত্বেও বাধা না দিলে সকলকে আল্লাহ তা‘আলা শাস্তি দেবেন। (মুসনাদ আহমাদ: ১/১৯২, সহীহ)
যয়নাব (রাঃ) বলেন: নাবী ﷺ-কে জিজ্ঞাসা করলাম:
হে আল্লাহর রাসূল ﷺ! আমাদের মাঝে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেয়া হবে?
তিনি ﷺ বললেন: হ্যাঁ, যখন খারাপ কাজ বৃদ্ধি পাবে।
(সহীহ বুখারী হা: ৩৩৪৬)
আল্লাহ তা'য়ালা আমাদের ক্ষমা করুন এবং হিদায়াত দিন।
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.