Adds

ইসলাম হলো দলিল ভিত্তিক, যার কোনো দলিল নেই সেটা বাতিল

 ☞︎︎︎ ইসলাম হলো দলিল ভিত্তিক। 

   যার কোনো দলিল নেই

   সেটা বাতিল। ❌

ইসলাম হলো দলিল ভিত্তিক যার কোনো দলিল নেই সেটা বাতিল

☞︎︎︎ আবু হুরায়রাহ ( রাঃ ) বলেন , রাসূল ( ছাঃ ) বলেছেন , ‘ শেষ যামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে । 


☞︎︎︎ তারা তোমাদের নিকট এমন সব অলীক কথা - বার্তা উপস্থিত করবে , যা না তোমরা শুনেছ না তোমাদের বাপ - দাদা শুনেছে । সাবধান ! ⚠︎


 ☞︎︎︎ তোমরা তাদের থেকে বেঁচে থাকো এবং তাদেরকে তোমাদের থেকে বাঁচাও । 

অর্থাৎ সম্পূর্ণরূপে বিরত থাক । 


☞︎︎︎ যাতে তোমাদের পথভ্রষ্ট করতে না পারে এবং তোমাদের বিপথগামী করতে না পারে ' ( মুসলিম , মিশকাত হা / ১৫৪ ) । 


☞︎︎︎ ইসলাম এমন একটি শরী'আত , যার প্রতিটি কাজ দলীল ভিত্তিক । 


☞︎︎︎ আল্লাহ তা'আলা বলেন , হে নবী ! আপনি । বলুন , আমি আল্লাহর পথে ডাকি স্পষ্ট দলীল সহকারে ' ( ইউসুফ ১০৮ ) । 


☞︎︎︎ নবী করীম ( ছাঃ ) বলেন , যে কোন ব্যাপারে দাবীদারকে দলীল পেশ করতে হবে ’ ( তিরমিযী , মিশকাত হা / ৩৭৬৯ , হাদীছ ছহীহ ) ।


 ☞︎︎︎ রাসূল ( ছাঃ ) বলেন , ‘ যে ব্যক্তি এমন কিছুর দাবী করে 

যা তার নয় অথবা তার অবগতিতে নেই , তাহলে সে আমার শরী‘আতের অন্তর্ভুক্ত নয় এবং সে তার বাসস্থান জাহান্নামে করে নেয় ’ ( মুসলিম , মিশকাত হা / ৩৭৬৫ ) । 

শ্রোতা ও পাঠককে স্পষ্ট দলীল সহকারে জানতে হবে । 


☞︎︎︎ আল্লাহ তা'আলা বলেন , যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই , সে বিষয়ে আলেমদের নিকট স্পষ্ট দলীল সহকারে জেনে নাও ' ( নাহল ৪৩-৪৪ ) ।


☞︎︎︎ অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে , যারা দলীল সহকারে শরী‘আত জানার চেষ্টা করে না , তারা আল্লাহর আদেশ অমান্যকারী । 


অনেকে বিভিন্ন কল্প কাহিনী বলে মানুষকে দ্বীনের পথে আনার প্রাণান্তকর কোশেশ করে । এতে মানুষ দ্বীনের সঠিক পথ পায় না । এসব শুনে আরো বিভ্রান্ত হয় । তাই বানাওয়াট কাহিনী , বুযুর্গানে দ্বীনের অলৌকিক ঘটনা , অলী - দরবেশের গল্প - কাহিনী ও মিথ্যা তাফসীর মুসলমানদেরকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে ।

Post a Comment

0 Comments