ছবিটি কাজাকিস্তান এর অ্যারাল সাগর।
কি দেখছেন মরুভূমি তে জাহাজ পড়ে আছে!!
এক সময় এখানে বিশাল সাগর ছিলো। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।
আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাস কে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী হিসেবে দিলাম।
সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণী আছে যারা দেখতে স্মাট দেখতে সুন্দর ভদ্র আবার অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠি তাদের ও মনে রাখা প্রয়োজন যে তোমার সময়ও ফুরিয়ে আসবে একটা সময় তখন তুমি কি করবে??
কষ্ট দুঃখ পেরেশানি.! যাই হোক 😕 পরুন বেশি বেশি 👉 ''হাসবুনাল্লা ওয়া নি' মাল ওয়াকিন''
আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে 😊
১)এমন কাজ করোনা যেন মানুষ তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে।
২)নীতিহীন মানুষকে বিশ্বাস করার চেয়ে ভয়ঙ্কর জীবনে আর কিছুই হতে পারেনা।
৩)যদি ভালো বন্ধু এবং ভালো মানুষ হতে চাও, তবে আগে বিশ্বাসী হিসেবে নিজেকে গড়ে তোলো।
৪)কথা এবং কাজে মিল না রাখলে মানুষ ধীরে ধীরে তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে বাধ্য হবে।
৫)একজনের বিশ্বাস অর্জন করা অত্যন্ত কঠিন, তবে একবার তা ভেঙ্গে গেলে পরবর্তীতে তা অর্জন করা অসম্ভব প্রায়।
৬)মানুষ হয়তো সব সময় তোমার মুখের কথা বিশ্বাস করবে না কিন্তু তোমার কাজে তারা সবসময় বিশ্বাস করবে ।
৭)তোমার বিশ্বাস পাহাড়কেও সরিয়ে ফেলতে পারে তবে তোমার সন্দেহ তোমার জন্য আরো একটি দাড় করিয়ে দিবে।
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.