কারো পৌষমাস, কারো সর্বনাশ😩
আর কেউবা বসন্তের অপেক্ষাই😥
এই দুনিয়াটা যে কত কালারের তা কিছু মানুষ নামের বন্যপ্রাণী দেখলেই বোঝা যায় 😣😣
just copy and paste your Facebook WhatsApp
😢 কবি সুকান্তের কাছে পূর্ণিমার চাঁদ কে লাগে
ঝলসানো রুটি, আর
কারো কাছে একটা রুটিই গোটা পৃথিবী 😳😢
পৃথিবীতে কেউ কারো নয়...
সময়ের প্রয়োজনে সবাই
কাছে আসে..
আবার,
সময়ের
ব্যাবধানে দূরে চলে যায়...
এই পৃথিবীতে আসেছি একা যাব
ও একা
................ Just copy.............
এদিন শুনছি লুচ্চা শুধু ছেলেরাই হয়😵
কিন্তু নাহ....! ✋
এডওয়ার্ড প্রাপ্ত লুচ্চা মেয়েরাও হয়😠
..............
তুমি আসবে বলে, আমি চেয়ে থাকি তোমার পাবো বলে, আমি বেঁচে আছি তুমি কাছে টেনে নিবে বলে,
আমি আশা রাখি কিন্তু- সত্যি বলতে কি
তুমি এসব কিছু করবেনা জেনেও তোমাকে ভালবাসি,
যদি সত্যিই আমায় ভালোবাসতে, তাহলে
হয়ত আমার এভাবে থাকতে হতনা,
আমি তোমার গল্প কাউকে বলিনি কেন জানো,
সবাই তোমাকে ভুল বুঝবে বলে,
আমি কারো সামনে কাঁদিনা কেন জানো-সবাই তোমাকে দোষ দেবে বলে, আমি নিজের কোন ক্ষতি করিনি কেন জানো সবাই তোমাকে দায়ি করবে বলে,
যে ভালো থেকে
ভালোবাসার এ
অর্বস্থা?
........................
আমি দুনিয়াটাকে যতটা সহজ
ভাবি,
হয়তো দুনিয়াটা এতটা সহজ নয়,
তার পরও আমি এমনই থাকতে চাই,
চলার পথে অনেক কিছু শিখলেও
অভিনয় টা নাহয় না'ই শিখলাম।
..........................
সব কিছুর একটা লিমেট থাকতে হয়,,,যে পোড়ায় তাকেও পুরতে হয়,,,,
.........................
হারিয়ে যাওয়া দিন গুলো বড্ড বেশি নাছর বান্ধা,এত তারাতে চাই কিন্তুু যেতে চায়না।আমিযে একা থাকতে চাই,কেনো বুজতে চায়না আমি স্বার্থপর আমাকে যে এরিয়ে থাকাটা ভালো। একটা গান শুনছি খুব ভালোই লাগছে,, ,, ওরে মন দিয়া মন দিয়া আগুন জ্বালাইছে মনে।মনের আগুন মনেই জ্বলেরে,,,,
.......................
কিচ্ছু মনে নেই!
শুধু মনে আছে
তোমার কবিতার লাইন,
আর, আবেগী একটা কন্ঠস্বর.....
.....................
You just copy and paste
Thank you so much 😊 😊 😊
Please Like, Comment, and Share
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.