যাক্কুম গাছ। দেখতে কি ভয়াবহ-বীভৎস তাই না এই গাছ রয়েছে সৌদি আরবের তায়েফ অঞ্চলে।
মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তাইফ শহর। শহরটি চারদিকে শীতল পাহাড় দ্বারা বেষ্টিত। এখন এই অঞ্চলে যাক্কুম গাছও সমৃদ্ধ হচ্ছে। এটি প্রচুর বড় বড় তীক্ষ্ণ কাঁটযুক্ত একটি গাছ।
পবিত্র কুরআনে সুরা আল-ওয়াকিয়াহ এর ৫২ নং আয়াতে বলা হয়েছে, এই গাছের ফল হবে জাহান্নাম বাসীদের জন্য খাদ্য স্বরূপ।
"লায়া'কিলুনা মিন সাজারীম মিন যাক্কুম' অর্থাৎ-"তোমরা অবশ্যই যাক্কুম গাছ থেকে খাবে"
তাফসীরে এসেছে, এই খাবার পচে গলে যাওয়া অতিশয় দূর্রগন্ধযুক্ত খাবার, গলিত পিতলের মতো স্বাদ আসবে, বরং আরও খারাপ। ফলগুলি তাদের শরীরে ও মুখে জ্বলন্ত অঙ্গার স্বরূপ হবে।
যাক্কুম শব্দটি পবিত্র কুরআনে-
* সূরা আশ-শাফায়াত এর ৬২, ৬৩, ৬৬ ও ৬৭, ৬৮ নং আয়াতে,
* * সূরা আল-ইসরা এর ৬০ নং আয়াতে,
* সূরা আদ-দুখান এর ৪৩ নং আয়াতে
* * এবং সূরা আল-ওয়াকিয়াহ এর ৫২ নং আয়াতে সহ মোট ৮ বার ব্যবহৃত হয়েছে।
এই খাবার মূলত জেনাকারী বা ব্যভিচারী স্ত্রী-পুরুষদের খাওয়ানো হবে। আল্লাহপাক আমাদের সকলকে জেনা ব্যভিচার থেকে হেফাজত করুন-আমীন।
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.