Adds

আবেগী বাঙ্গালী - কে বলেছে এক কোমর পানিতে মসজিদের ভিতর নামাজ পড়তে?

 


এলেমহীন আবেগী জাতি আমরা ।  এই বলদ গুলোকে কে বলছে পানি ভিতর নামাজ পড়তে ? 


‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ


এক বৃষ্টিঝরা দিনে তিনি মুয়াযযিনকে বললেনঃ আজকের আযানে


 যখন তুমি “আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হ, আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লা-হ” বলে শেষ করবে তার পরে কিন্তু “হাইয়্যা ‘আলাস সলা-হ” বলবে না।


 বরং বলবে, “সল্লু ফী বুয়ূতিকুম” অর্থাৎ- তোমরা তোমাদের বাড়ীতেই সলাত আদায় করে নাও।


হাদীসের বর্ণনা কারী (‘আবদুল্লাহ ইবনু হারিস) বলেছেনঃ এরূপ করা লোকজন পছন্দ করল না বলে মনে হ’ল। তা দেখে ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস বললেনঃ তোমরা এ কাজকে আজগুবি মনে করছ? 


অথচ যিনি আমার চেয়ে উত্তম তিনি এরূপ করেছেন। জুমু’আর সলাত আদায় করা ওয়াজিব। কিন্তু তোমরা কাদাযুক্ত পিচ্ছিল পথে কষ্ট করে চলবে তা আমি পছন্দ করিনি। (ই.ফা. ১৪৭৪, ই.সে. ১৪৮২)

  

সহিহ মুসলিম, হাদিস নং ১৪৮৯

হাদিসের মান: সহিহ হাদিস*


সহজ দ্বীন কে হয়তো অজ্ঞতা কিংবা আবেগ দিয়ে কঠিন করে তুলেছি।


ছবিটি 'ঘূর্ণিঝড় ইয়াস' এর তান্ডবের সময়/পরবর্তীকালীন ছবি (নেট থেকে নেওয়া)


যদিও এই কঠিন পরিস্থিতিতে তাদের জামাত ত্যাগ করার সুযোগ ছিলো কিন্তু অজ্ঞতা কিংবা আবেগ তা করতে দেয়নি।


অথচ হাদিস তা করার পক্ষে বার্তা দেয় রাসূল ﷺ করেছেন বলে উল্লেখ করে।।

Post a Comment

0 Comments